ঢাকা ও সিলেটের সাথে চট্টগ্রামের ট্রেন চলাচল বন্ধ

ফারহানা মির্জা | প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৩, ১১:৫০

ছবি : সংগৃহীত

হবিগঞ্জের চুনারুঘাটের লস্করপুরে তেলবাহী ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হওয়ায় সিলেটের সাথে ঢাকা ও চট্টগ্রামের ট্রেন চলাচল সাময়িক সময়ের জন্য বন্ধ রয়েছে।

গেলো দিন ২২ নভেম্বর বুধবার ঢাকা-সিলেট রেললাইনের আখাউড়া-সিলেট অংশের হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ ও রশিদপুরের মধ্যবর্তী লস্করপুর এলাকায় তেলবাহী ট্রেনের (৯৫১ নম্বর গাড়ি) দুটি বগি লাইনচ্যুত হয়ে পড়ায় সিলেটের সাথে ঢাকা ও চট্টগ্রামের ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়েছে।

গেলো রাতে চট্টগ্রাম থেকে তেল নিয়ে আসা সিলেটগামী ট্রেনটির দুটি বগি সাটিয়াজুড়ি এলাকায় লাইনচ্যুত হয়। এরপর থেকেই সিলেটের সাথে ঢাকা ও চট্টগ্রামের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

দুর্ঘটনার কারণে সিলেট থেকে ঢাকাগামী উপবন, সিলেট থেকে চট্টগ্রামগামী উদয়ন ট্রেন রাস্তায় আটকা পড়েছে। শায়েস্তাগঞ্জ রেলস্টেশনের পয়েশম্যান নাহিদ আহমেদ জানান, আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন দুর্ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছে।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top