দেশে করোনা পরিস্থিতি

করোনায় আরও ২৩ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৮ জানুয়ারী ২০২১, ০০:৪৪

করোনায় আরও ২৩ জনের মৃত্যু

প্রাণঘাতী করোনায় দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে মোট সাত হাজার ৯০৬ জনে দাঁড়িয়েছে। একই সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছে ৫৬৯ জন। এ নিয়ে দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ লাখ ২৭ হাজার ৬৩২ জন।

রোববার (১৭ জানুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদফতর এক বুলেটিনে দেশে করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতির সর্বশেষ এ তথ্য জানিয়েছে।

গত ২৪ ঘণ্টায় যারা মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ১৬ জন ও নারী ৭ জন। মৃতদের মধ্যে ২২ জনই পঞ্চাশোর্ধ্ব। আর একজন ৪১-৫০ বছরের মধ্যে।

এ পর্যন্ত শনাক্তের হার ১৫.২৬ শতাংশ, সুস্থতার হার ৮৯.৭৫ ও মৃত্যুর হার ১.৫০ শতাংশ।

বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত বছরের ৮ মার্চ; তা ৫ লাখ পেরিয়ে যায় সে বছরের ২০ ডিসেম্বর। এর মধ্যে গত বছরের ২ জুলাই ৪ হাজার ১৯ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়, যা এক দিনের সর্বোচ্চ শনাক্ত।

প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। ২৯ ডিসেম্বর তা সাড়ে সাত হাজার ছাড়িয়ে যায়। এর মধ্যে ৩০ জুন এক দিনেই ৬৪ জনের মৃত্যুর খবর জানানো হয়, যা এক দিনের সর্বোচ্চ মৃত্যু।

এনএফ৭১/২০২১/আরএইচ

 

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top