তৌসিফের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১৮ জানুয়ারী ২০২১, ০০:৪৭
অর্থ আত্মসাতের অভিযোগে অভিনেতা তৌসিফ মাহবুবের বিরুদ্ধে থানায় জিডি করেছেন শামসুন্নাহার কনা নামে এক নারী। তার অভিযোগ মডেল বানানোর কথা বলে তৌসিফ তার কাছ থেকে বিভিন্ন সময়ে প্রায় পাঁচ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন।
শনিবার (১৬ জানুয়ারি) রাজধানীর হাতিরঝিল থানায় জিডিটি করে ঐ নারী।
বিবাহিতা ওই নারীর বাড়ি কিশোরগঞ্জ জেলায়। তার দাবি, তৌসিফের সাথে ফেসবুকে তার পরিচয়। যোগাযোগের এক পর্যায়ে কনা মিডিয়াতে কাজের আগ্রহের কথা জানান। এরপরই তাকে মিডিয়ায় কাজের সুযোগ করে দেয়ার নামে তৌসিফ টাকা নেয়া শুরু করেন।
জিডিতে ওই নারী উল্লেখ করেছেন, 'দেড় বছর আগে তার সঙ্গে তৌসিফের পরিচয়। গত ছয় মাস আগে অভিনেতা তার কাছ থেকে একটি বিকাশ নম্বরের মাধ্যমে ২০ হাজার নেন। এরপর শাহরিয়ার হোসেন নামে এক ব্যক্তির সোনালী ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে (অ্যাকাউন্ট নম্বর ৩৪১০০৪৪১) বিভিন্ন সময়ে আরও ৩ লাখ ২০ হাজার টাকা নেন। এরপর থেকে তৌসিফ তার সঙ্গে আর যোগাযোগ করেননি।'
অবশ্য এসব অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন অভিনেতা তৌসিফ। থানায় জিডির ব্যাপারে ইতিমধ্যে পুলিশের সাইবার অপরাধ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছেন বলেও জানিয়েছেন তিনি।
তৌসিফ আরও জানিয়েছেন, ওই নারী যদি উপযুক্ত প্রমাণ দিতে না পারেন তবে তার বিরুদ্ধে মানহানির মামলা করা হবে।
এনএফ৭১/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।