হিরো আলমের মনোনয়নপত্র বাতিল
রায়হান রাজীব | প্রকাশিত: ৩ ডিসেম্বর ২০২৩, ১৮:২৬
আলোচিত ইউটিউবার হিরো আলমের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। ঠিকভাবে মনোনয়নপত্র পূরণ না করায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়। রোববার জেলা রিটার্নিং কর্মকর্তা ও বগুড়ার জেলা প্রশাসক তার প্রার্থিতা বাতিলের ঘোষণা দেন। হিরো আলম বলেন, প্রতি বছরই বাতিল হয়। এটা কোনো বিষয় নয়।
এর আগে, কাহালু-৪ (কাহালু ও নন্দীগ্রাম) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন আশরাফুল হোসেন আলম (হিরো আলম)। তবে তিনি বাংলাদেশ সুপ্রিম পার্টি থেকে মনোনয়নপত্র সংগ্রহ করলেও জমা দিয়েছেন বাংলাদেশ কংগ্রেস দলের হয়ে। তার প্রতীক হওয়ার কথা ছিল ডাব।
স্থানীয়রা জানান, বগুড়া এরুলিয়া গ্রামের বাসিন্দা হিরো আলম শৈশবে চানাচুর বিক্রি করতেন। পরে তিনি সিডি বিক্রি এবং ডিশ সংযোগের ব্যবসা করেন। নিজেই মিউজিক ভিডিও তৈরি করে ডিশ লাইনে সম্প্রচার শুরু করেন।
ইউটিউবে প্রায় ৫০০ মিউজিক ভিডিও ছাড়ার পর– সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে আলোচনায় আসেন হিরো আলম। ভিডিওগুলোর মূল চরিত্রেও তিনি নিজে অভিনয় করেন।
২০১৬ সালে ‘হিরো আলম‘ নামে ফেসবুক পেজ খুলে অভিনয় ও গানের দৃশ্য শেয়ার করতে শুরু করেন তিনি। এরপর থেকেই নানা বিতর্কিত কাজ করে আলোচনায় রয়েছেন তিনি।
বিষয়: হিরো আলম মনোনয়নপত্র বাতিল
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।