ড. ইউনূসের পক্ষে হাইকোর্টের দেওয়া আদেশে স্থিতাবস্থা

রায়হান রাজীব | প্রকাশিত: ৫ ডিসেম্বর ২০২৩, ১৫:১৯

ছবি: সংগৃহীত

নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণের ১০৬ শ্রমিকের ১০৩ কোটি টাকা দিতে শ্রম আপিল ট্র্যাইব্যুনালের রায় বাতিল করে হাইকোর্টের দেয়া আদেশের ওপর ৫ ফেব্রুয়ারি পর্যন্ত স্থিতাবস্থা দিয়েছেন চেম্বার আদালত। আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে ওইদিন শুনানি হওয়ার কথা রয়েছে।

রোববার (৩ ডিসেম্বর) হাইকোর্টের রায়ের বিরুদ্ধে ১০৬ কর্মীর আবেদনের শুনানি শেষে বিচারপতি এম ইনায়েতুর রহিমের চেম্বার আদালত এ আদেশ দেন।

আগামী বছরের ৫ ফেব্রুয়ারি পর্যন্ত হাইকোর্টের রায়ে (স্ট্যাটাসকো) স্থিতাবস্থা দেন বিচারপতি; সেইসঙ্গে বিষয়টি ওইদিন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য নির্ধারণ করেন তিনি।

এদিন আদালতে রিটের পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী আবদুল্লাহ আল মামুন। আর ১০৬ কর্মীর পক্ষে শুনানিতে ছিলেন সিনিয়র আইনজীবী খুরশীদ আলম খান।

এর আগে, শ্রম আপিল ট্রাইব্যুনালের দেয়া রায় বাতিল ঘোষণা করে রায় দেন বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ।

গ্রামীণ কল্যাণের শ্রমিক কল্যাণ তহবিল ও শ্রমিক অংশগ্রহণ তহবিল থেকে মুনাফা (২০০৬ থেকে ২০১২ সাল পর্যন্ত) পেতে শ্রম আইনের ২৩১ ধারায় শ্রম আপিল ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন প্রতিষ্ঠানটির সাবেক ১০৬ কর্মী।

গত ৩ এপ্রিল এ বিষয়ে রায় দেন শ্রম আপিল ট্রাইব্যুনাল। যেখানে ২০০৬ সাল থেকে ওই ১০৬ কর্মী শ্রমিক কল্যাণ তহবিল ও শ্রমিক অংশগ্রহণ তহবিলের মুনাফা পাওয়ার অধিকারী বলে রায় দেয়া হয়। এই রায়ের বৈধতা চ্যালেঞ্জ করে গ্রামীণ কল্যাণের পক্ষে হাইকোর্টে রিটটি দায়ের করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top