নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, দগ্ধ ৪
রায়হান রাজীব | প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০২৩, ১৩:৪৫
নারায়ণগঞ্জের ফতুল্লায় চারতলা ভবনের তৃতীয় তলায় একটি ফ্ল্যাটে গ্যাস বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে নারীসহ একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। গত শনিবার রাত একটার দিকে কাশিপুর ইউনিয়নের খিলমার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। দগ্ধ হওয়া চারজনের পরিচয়- সুলতান মিয়া, তার স্ত্রী সাহিদা আক্তার, ছেলে নবী হোসেন ও আলী মিয়া।
দগ্ধ নবী হোসেন জানান, চারতলা বাড়িটির তৃতীয় তলার একটি ফ্ল্যাটে ভাড়া থাকেন তারা। প্রতি রাতেই তার ছোট ভাই আলী হোসেন কাজ শেষ করে বাসায় ফিরে গরম পানি করে গোসল করেন। গতরাতেও সে বাসায় ফিরে পানি গরম করার জন্য রান্নাঘরে যান। সেখানে গিয়ে আগুন জ্বালাতেই বিস্ফোরণ হয়। এতে ঘুমন্ত অবস্থায় থাকা তার বাবা-মা, তিনি এবং রান্নাঘরে থাকা তার ছোট ভাইয়ের শরীরে আগুন ধরে যায়। পরে নিজেরাই বাসা থেকে দৌড়ে বাইরে বের হন।
প্রত্যক্ষদর্শীরা জানান, কয়েকদিন আগে ওই ফ্ল্যাট বাসায় বসবাস করা পরিবারের সবাই গ্রামের বাড়িতে যান। গ্রাম থেকে শনিবার রাতে বাসায় ফিরে রান্না ঘরে চুলা জ্বালাতে লাইটার জ্বালাতেই আগুনের বিস্ফোরণ হয়। এতে ঘরের ভেতর থাকা ওই চারজন দগ্ধ হন। তাদের চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসেন। এ সময় তাদের উদ্ধার করে প্রথমে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাদেরকে শেখ হাসিনা জাতীয় প্লাস্টিক বার্ন অ্যান্ড সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া। চিকিৎসকের বরাত দিয়ে তিনি জানান, আজ ভোররাতে নারায়ণগঞ্জ থেকে চার জনকে দগ্ধ অবস্থায় ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। এদের মধ্যে সাহিদা আক্তারের শরীরের ৫৩ শতাংশ, ছেলে নবী হোসেনের ২২ শতাংশ ও আলী মিয়ার শরীরের ২০ শতাংশ দগ্ধ হয়েছে। বর্তমানে তাঁদেরকে ১০৫ নং ওয়ার্ডে অবজারভেশনে রাখা হয়েছে।
সুলতান মিয়া জানান, ফতুল্লার কাশিপুর ইউনিয়নের খিল মার্কেট এলাকার চার তলা ভবনের তিন তলায় তারা ভাড়া থাকেন। কয়েকদিন আগে পরিবারের সবাই মিলে গ্রামের বাড়িতে গিয়েছিলেন।
বিষয়: নারায়ণগঞ্জ গ্যাস লিকেজ বিস্ফোরণ দগ্ধ
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।