বেশিরভাগ আসন থেকে সরে যাচ্ছে জাকের পার্টি
রায়হান রাজীব | প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০২৩, ১৮:৫৬
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছে জাকের পার্টি। নির্বাচনে ২১৮ আসন থেকে মনোনয়ন প্রত্যাহার করে নিচ্ছে দলটি। রোববার সকালে এ তথ্য জানা গেছে। এবারের নির্বাচনে তৃতীয় সর্বোচ্চ আসনে মনোনয়ন জমা দিয়েছিল দলটি।
তবে জাকের পার্টির মহাসচিব শামীম হায়দার জানিয়েছেন, তাদের দল সারা দেশে ২১৮টি আসনে দলীয় প্রার্থীকে মনোনয়ন দিয়েছে। আজ মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে দুই শতাধিক আসন থেকে দলীয় প্রার্থী সরে দাঁড়াবে। তবে কিছু আসনে জাকের পার্টির প্রার্থী থাকবে। সেই সংখ্যাটা দশেরও কম হবে।
বিষয়টি নিশ্চিত করে জাকের পার্টির মহাসচিব শামীম হায়দার গণমাধ্যমকে জানিয়েছেন, এবার ২১৮টি আসনে প্রার্থী দিয়েছিল জাকের পার্টি। তারা কোনো জোটে না গিয়ে এককভাবে নির্বাচন করছে। নিজেদের প্রতীক গোলাপ ফুল নিয়েই তারা নির্বাচন করবে।
তিনি বলেন, আমরা নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছি না। কিছু আসনে যাতে পুরো মনোনিবেশ করা যায়, সে জন্য দুইশ’র বেশি আসন থেকে প্রার্থিতা প্রত্যাহার করে নেওয়া হচ্ছে।
মহাসচিব আরও বলেন, ভোটের মাঠে প্রতিদ্বন্দ্বিতা করতে ৭ থেকে ৮টি আসনে তাদের প্রার্থী থাকবেন। প্রার্থীরা নিজ নিজ এলাকার রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রার্থিতা প্রত্যাহারের আবেদন করছেন। আজ দুপুরের পর সঠিকভাবে বলা যাবে কোন কোন আসনে প্রার্থী থাকছেন।
১৯৮৯ সালের ১৪ অক্টোবর আটরশির প্রয়াত পীর মাওলানা মোহাম্মদ হাসমত উল্লাহর হাত ধরে প্রতিষ্ঠিত হয় জাকের পার্টি। দলটির বর্তমান চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সল। দলটি ১৯৯৬ সালে ষষ্ঠ ও ২০১৪ সালে দশম জাতীয় নির্বাচন বয়কট করা ছাড়া বাকি পাঁচটি নির্বাচনে অংশগ্রহণ করে। তবে কোনো নির্বাচনেই একটি আসনেও জিততে পারেনি।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।