তেজগাঁওয়ে ট্রেনে আগুন: ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন
রায়হান রাজীব | প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০২৩, ১৬:১৪
রাজধানীর তেজগাঁওয়ে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে আগুনের ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে রেলপথ মন্ত্রণালয়। আজ মঙ্গলবার রেল ভবনে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।
মন্ত্রী বলেন, এ ঘটনায় রেলের ডিস্ট্রিক্ট ট্রান্সপোর্ট অফিসারকে প্রধান করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি করা হয়েছে। আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
সুজন বলেন, গত ১৬ নভেম্বর টাঙ্গাইলে কমিউটার ট্রেনে দাঁড়ানো অবস্থায় আগুন দেওয়া হয়। ওই ট্রেনের ২টি কোচ পুড়ে যায়। একটি ক্ষতিগ্রস্ত হয়। ট্রেনের ওপর এটি প্রথম সরাসরি আক্রমণ। এরপর ১৯ নভেম্বর সরিষাবাড়িতে দাঁড়ানো অবস্থায় আগুন দেওয়া হয় যমুনা এক্সপ্রেসে।
সে ঘটনায় দু’টি কোচ পুড়ে যায়। এরপর ২২ নভেম্বর সিলেটে দাঁড়িয়ে থাকা উপবন এক্সপ্রেসে আগুন দেওয়া হয়। সে ঘটনায় ১টি কোচ ক্ষতিগ্রস্ত হয়। এরপর ১৩ ডিসেম্বর গাজীপুরের রাজেন্দ্রপুরে ২০ ফুট ট্রেনলাইন কেটে ফেলা হয়। এতে মোহনগঞ্জ এক্সপ্রেসের সাতটি বগি ছিটকে যায়। তাতে একজন নিহত হন, পঞ্চাশ জন আহত হোন।
ওই দুর্ঘটনায় কোচ ইঞ্জিনসহ নিচে পড়ে ব্যপক ক্ষতি হয়। ট্রেনটি ধীরগতিতে চলেছিলো বলে তুলনামূলক ক্ষতি কম হয়েছে,’ বলে উল্লেখ করেন রেলমন্ত্রী। এরপর সর্বশেষ ১৯ ডিসেম্বর যে ঘটনা ঘটানো হলো তা আপনারা দেখছেন।
মন্ত্রী আরও বলেন, সাড়ে তিন হাজার কিলোমিটার রেল লাইন, সাড়ে ৩০০ এর উপরে ট্রেন চলে। দুস্কৃতিকারী যারা ধরা পরছে তারা বিএনপির কর্মী। তাদের নাশকতার শত শত প্রমাণ রয়েছে। এরপরও অসত্য কথা বলে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। তাদের রাজনৈতিক কর্মসূচি মানুষের কাছে গ্রহনযোগ্য হচ্ছে না বোঝা যাচ্ছে।
গতকাল সোমবার (১৮ ডিসেম্বর) রাতে নেত্রকোনা থেকে ছেড়ে আসে মোহনগঞ্জ এক্সপ্রেস। আজ ভোর ৫টার দিকে তেজগাঁও রেলস্টেশনে মোহনগঞ্জ এক্সপ্রেসে আগুন দেয় দুর্বৃত্তরা। বিমানবন্দর স্টেশন ছেড়ে আসার পর জেগে থাকা যাত্রীরা হঠাৎ আগুন দেখতে পেয়ে চিৎকার শুরু করেন। তাদের চিৎকারে চালক তেজগাঁও স্টেশনের কাছাকাছি দ্রুত ট্রেনটি থামালেও আগুনে প্রাণ হারান চারজন।
ফায়ার সার্ভিস জানায়, ভোর ৫টা ৪ মিনিটে আমাদের কাছে সংবাদ আসে তেজগাঁও রেলওয়ে স্টেশনে মোহনগঞ্জ এক্সপ্রেসের ৩টি বগিতে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। আমাদের ৩টি ইউনিট সকাল পৌনে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।