জামাল কুদু গানে নেচে কী বার্তা দিলেন বুবলী
রায়হান রাজীব | প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০২৩, ১৪:৪৫
জামাল কুদু জ্বরে কাঁপছে নেট দুনিয়া। সোশ্যাল মিডিয়া খুললে কেবল একটাই গান শুনবেন- জামাল কুদু বা জামাল জামালু। বলিউড সিনেমা এনিমেলের এই গানে মন মাতানো সুরে মজেছেন নেটিজেনরা।
অ্যানিমেল এর গানটি ইউটিউব, টিকটক, ফেসবুক রিলস সবখানেই ঝড় তুলছে। গানটির অর্থ না জানলেও শ্রোতারা মজেছেন ববি দেওলের নাচে। ববির সঙ্গে ভাইরাল এই গানে অংশ নিয়েছেন তানাজ নামের একজন ইরানীয় নৃত্যশিল্পী। ভারতে তার খ্যাতি এখন আকাশচুম্বী।
দুনিয়াজুড়ে ভাইরাল এই গানের সঙ্গে সবাই যার যার মতো করে নাচের মুদ্রা তুলছেন। কেউ কেউ আবার চেষ্টা করছেন সিনেমায় গানটির দৃশ্যে দেখানো ববি দেওলের নাচ অনুকরণের।
সাধারণ মানুষ থেকে শুরু করে তারকারাও যোগ দিয়েছেন জামাল কুদু জোয়ারে। এবার সেই তালিকায় যুক্ত হলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা শবনব বুবলী।
নিজের ভেরিফায়েড ফেসবুকে জামাল কুদু গানের তালে মাথায় গ্লাস নিয়ে নাচের একটি ভিডিও তুলে ধরেছেন তিনি। ভিডিওর ক্যাপশনে তিনি লিখেছেন, হিংসা এক ধরনের মানসিক ক্যান্সার। দ্রুত সুস্থ হয়ে উঠুন।
ক্যাপশনে কারো নাম না নিলেও ভক্তদের বুঝতে কষ্ট হয়নি, সমসাময়িক বিভিন্ন ইস্যু নিয়ে বুবলী তার নিন্দুকদের উদ্দেশেই এমন বার্তা দিয়েছেন।
ইরানী এই গানটির কথাগুলোর বাংলা অর্থ অনেকটা এরকম, ওহ! কালো চোখের সৌন্দর্য, তোমার নিষ্ঠুরতায় আমার হৃদয় ভেঙে দিও না। ওহ, তুমি আমাকে ছেড়ে নতুন যাত্রা শুরু করছ, আর আমি মজনুর মতো পাগল হয়ে যাচ্ছি। আমার হৃদয়ের সঙ্গে খেলা করো না প্রিয়তম। তুমি আমাকে ছেড়ে ভ্রমণে যাচ্ছ আর আমি মজনুর মতো পাগল হয়ে যাচ্ছি।
বিষয়: জামাল কুদু অ্যানিমেল শবনব বুবলী
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।