জাতির উদ্দেশে শেখ হাসিনার ভাষণ সন্ধ্যায়

প্রধানমন্ত্রীর শেষ নির্বাচনী জনসভা দুপুরে নারায়ণগঞ্জে

রায়হান রাজীব | প্রকাশিত: ৪ জানুয়ারী ২০২৪, ১৪:৩৯

ছবি: সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আজ বৃহস্পতিবার (৪ জানুয়ারি) জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (৩ জানুয়ারি) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। দলের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে নিয়মিত এই সংবাদ সম্মেলন করেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, বৃহস্পতিবার আওয়ামী লীগের শেষ জনসভা হতে যাচ্ছে। এদিন শেষার্ধে জাতির উদ্দেশে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাষণ দেবেন।

প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা যায়, প্রধানমন্ত্রী আজ দেশবাসীর উদ্দেশে দিক নির্দেশনামূলক বক্তব্য দেবেন। সূত্র আরও জানায়, এরইমধ্যে তার ভাষণ রেকর্ড করা হয়েছে। এ ভাষণে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, সুশাসন প্রতিষ্ঠাসহ সরকারের উন্নয়ন পরিকল্পনা এবং লক্ষ্য-উদ্দেশ্যের কথা তুলে ধরবেন প্রধানমন্ত্রী।

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ভাষণ ধারণ ও প্রচার প্রসঙ্গে বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালককে চিঠি দিয়েছে দলটি। চিঠিতে বলা হয়েছে, ৭ জানুয়ারি অনুষ্ঠেয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা ৪ জানুয়ারি সন্ধ্যা ৭টায় দলের নির্বাচনী ইশতেহার নিয়ে জাতির উদ্দেশে ভাষণ দেবেন। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানাচ্ছি।

প্রধানমন্ত্রী সাধারণত সরকারের বর্ষপূর্তি, নববর্ষ বা বিশেষ সময়ে জাতির উদ্দেশে ভাষণ দেন। এবার ভোটের আগে তিনি ভাষণ দিচ্ছেন।

এদিকে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগের সবশেষ জনসভা আজ। এদিন দীর্ঘ ১৫ বছর পর নারায়ণগঞ্জ শহরে জনসভা করবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুর আড়াইটায় শহরের মাসদাইর এলাকায় শামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্স মাঠে উপস্থিত থাকবেন তিনি।

আওয়ামী লীগ সভাপতির আগমনকে ঘিরে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে নারায়ণগঞ্জ আ.লীগ ও সহযোগী সংগঠনগুলো। দীর্ঘদিন পর সভাপতির দেখা পাবেন সে অপেক্ষায় উচ্ছ্বসিত নেতাকর্মীরা। সমাবেশকে ঘিরে ব্যাপক প্রস্তুতি নিয়েছে সিদ্ধিরগঞ্জ আ.লীগ।

সর্বশেষ ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ওসমানী পৌর স্টেডিয়ামে এক নির্বাচনী জনসভায় গিয়েছিলেন তিনি। নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী নির্বাচনী প্রচার শেষ হচ্ছে আগামীকাল সকাল ৮টায়।

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top