বেনাপোল এক্সপ্রেসে অগ্নিকাণ্ডের ঘটনায় মানবাধিকার কমিশনের উদ্বেগ
রায়হান রাজীব | প্রকাশিত: ৬ জানুয়ারী ২০২৪, ১৫:৫৬
রাজধানীর গোপীবাগে শুক্রবার (৫ জানুয়ারি) রাত আনুমানিক ৯টায় বেনাপোল এক্সপ্রেস ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের এ ঘটনায় উদ্বেগ ও শঙ্কা প্রকাশ করছে জাতীয় মানবাধিকার কমিশন।
বেনাপোল এক্সপ্রেস ট্রেনের চারটি কোচে আগুন ছড়িয়ে পরে। এ ঘটনায় এখন পর্যন্ত ৪ জন নিহত হয়েছে।
শনিবার (৬ জানুয়ারি) মানবাধিকার কমিশনের উপ-পরিচালক ফারহানা সাঈদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ উদ্বেগ প্রকাশ করা হয়। এটি দুর্ঘটনা নাকি নাশকতা তা তদন্তের আহ্বান জানিয়েছে জাতীয় মানবাধিকার কমিশন।
এছাড়াও দেশের বিভিন্ন স্থানে ভোটকেন্দ্রে আগুন, ককটেল বিস্ফোরণের ঘটনায় উদ্বেগ প্রকাশ করছে মানবাধিকার কমিশন।
কমিশন চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ বলেন, এটি নিছক দুর্ঘটনা নয় বরং বর্তমান অবস্থার প্রেক্ষিতে এটি ইচ্ছাকৃতভাবে ঘটানো নাশকতামূলক ঘটনা বলেই ঘটনাস্থলে উপস্থিত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ধারণা করছেন। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক এবং দুর্ভাগ্যজনক। সম্পাদনাঃ রাশেদ রাসেল
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।