নির্বাচন পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন যুক্তরাজ্যের এমপি মার্টিন দে

রায়হান রাজীব | প্রকাশিত: ৭ জানুয়ারী ২০২৪, ১৩:৩০

ছবি: সংগৃহীত

বাংলাদেশের ভোটের অবস্থা, কার্যক্রম পর্যবেক্ষণ করছেন যুক্তরাজ্য পার্লামেন্টের সদস্য মার্টিন দে। তিনি নির্বাচন পরিস্থিতি দেখে সন্তুষ্টি প্রকাশ করেন।

রাজধানীর ভিকারুননিসা স্কুল এন্ড কলেজ কেন্দ্রে ভোটের কার্যক্রম পর্যবেক্ষণে আসেন যুক্তরাজ্যের সিনিয়র এমপি মার্টিন দে। প্রর্ত্যকটি ভোট কক্ষ ভালভাবে ঘুরে ঘুরে দেখেন তিনি।  এ সময় তিনি সাংবাদিকদের বলেন, “ভোটের পদ্ধতি খুবই ভালো। তবে ভোটার উপস্থিতি যথেষ্ট নয়। আমি পর্যবেক্ষণ করছি, এখনই কোনো মন্তব্য করতে পারছি না।“

আজ রবিবার সারা দেশে একযোগে ২৯৯টি আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয় সকাল ৮ টায়। সকাল আটটায় শুরু হওয়া এই ভোট গ্রহণ চলবে বিকাল ৪টা পর্যন্ত। তবে ভোটার উপস্থিত থাকলে সন্ধ্যা ৬ টা পর্যন্ত ভোট নেওয়ার কথা জানায় সিইসি। আজ নির্বচন পর্যবেক্ষণ করছেন দেশি-বিদেশি পর্যবেক্ষকরা।

সম্পাদনাঃ রাশেদ রাসেল




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top