অনুশীলনে চোট পেয়ে মাঠের বাইরে তামিম ইকবাল

রায়হান রাজীব | প্রকাশিত: ৯ জানুয়ারী ২০২৪, ২০:১৯

ছবি: সংগৃহীত

আজ মোঙ্গলবার (৯ জানুয়ারি) অনুশীলন করার সময় পেসার তাসকিন আহমেদের বলে আঙ্গুলে চোট পান দেশসেরা ওপেনার তামিম ইকবাল।

বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক এই অধিনায়ককে চোট পেয়ে মাঠ ছাড়তে দেখা যায়। আগামী ১৯ জানুয়ারি শুরু হতে যাওয়া বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) কে সামনে রেখে সোমবার থেকে অনুশীলন শুরু করেছেন তামিম ইকবাল খান। আজ অনুশীলনের সময় পেসার তাসকিন আহমেদের বলে আঙ্গুলে চোট পেয়ে মাঠ ছেড়েছেন বাংলাদেশের সাবেক এই অধিনায়ক।

তাসকিনের করা বলটি তামিমের সামনে কিছুটা লাফিয়ে উঠেছিল। ব্যাকফুটে খেলতে গিয়ে বলের সাথে টাইমিং মেলাতে পারেননি তিনি। বল সরাসরি আঘাত করে তামিমের হাতে। বাঁহাতের তর্জনীতে আঘাত পান এই বাঁহাতি ব্যাটার। সঙ্গে সঙ্গে প্রচন্ড ব্যথায় কাতরাতে থাকেন তামিম। চোট পাওয়ার পর মাঠ ছেড়ে যান তিনি। তামিম ইকবালের পাওয়া আঘাতটা বেশ গুরুতর। পরবর্তীতে, তার বাঁহাতের তর্জনীতে ব্যান্ডেজ দেখা যায়।

আগামী ১৯ জানুয়ারি পর্দা উঠবে এবারের বিপিএলের। এবার তামিম ইকবাল খেলবেন ফরচুন বরিশালের হয়ে। ২০ জানুয়ারি রংপুর রাইডার্সের বিপক্ষে প্রথমবার মাঠে নামবে তামিমের দল।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top