আবারও সংসদ নেতা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা
রায়হান রাজীব | প্রকাশিত: ১০ জানুয়ারী ২০২৪, ১৬:১৮
আজ বুধবার (১০ জানুয়ারি) নব-নির্বাচিত আওয়ামী লীগের এমপিদের শপথ অনুষ্ঠান শেষে দলের সংসদীয় সভায় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে সংসদ নেতা নির্বাচিত করা হয়।
এ নিয়ে টানা চতুর্থবারের মতো জাতীয় সংসদ নেতা নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শপথগ্রহণ শেষে সংসদ ভবনের সরকারি দলের সভাকক্ষে সংসদীয় দলের সভা অনুষ্ঠিত হয়। সেখানে সর্বসম্মতিক্রমে শেখ হাসিনাকে সংসদ নেতা নির্বাচিত করা হয়।
দলের সংসদীয় সভায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তার নাম প্রস্তাব করেন এবং নূর-ই-আলম চৌধুরী লিটন ঐ প্রস্তাবের সমর্থন জানান। পরে সর্বসম্মতিক্রমে তা গৃহীত হয়।
এবং বেগম মতিয়া চৌধুরীকে সংসদ উপনেতা নির্বাচিত করা হয়।
সম্পাদনাঃ রাশেদ রাসেল
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।