মাগুরার মানুষের জন্য কাজ করার প্রত্যয় সাকিবের

রায়হান রাজীব | প্রকাশিত: ১০ জানুয়ারী ২০২৪, ১৭:৩৭

ছবি: সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

আজ ১০ জানুয়ারি (বুধবার) নবনির্বাচিত সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন সাকিব। সকাল ১০টায় জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে শপথবাক্য পাঠ করান একাদশ জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী। এ সময় তিনি আওয়ামী লীগ এর নির্বাচিত সংসদ সদস্যদের সাথে শপথ গ্রহণ করেন।

শপথ নিতে এসে সাকিব বলেন, ‘ব্যাপারটা নতুন, বাট অভ্যাস হয়ে যাবে আস্তে আস্তে।  চেষ্টা কররো মানুষের জন্য কাজ করার, মাগুরার মানুষের জন্য কাজ করার।’

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসনে বিপুল ভোটে জয়লাভ করে সংসদ সদস্য নির্বাচিত হন।

সম্পাদনাঃ রাশেদ রাসেল




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top