আসিফ মাহতাবকে চাকরির অফার আরাভ খানের

রাশেদ রাসেল | প্রকাশিত: ২৪ জানুয়ারী ২০২৪, ১৬:১৪

ছবি: সংগৃহীত

সম্প্রতি শরীফ থেকে শরীফা কাণ্ডে চাকরি হারান ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের চুক্তিভিত্তিক শিক্ষক আসিফ মাহতাব। তাকে এবার চাকরির অফার করলেন দুবাইয়ের আলোচিত স্বর্ণ ব্যবসায়ী আরাভ খান।

আসিফ মাহতাব, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের খণ্ডকালীন শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। ৭ম শ্রেণীর বই এর ‘শরীফার গল্প’ নামের একটি অংশ ছিঁড়ে ফেলে তিনি আলোচনায় আসেন।

ব্র্যাক বিশ্ববিদ্যালয় থেকে জানানো হয়, আসিফ মাহতাবের সঙ্গে বর্তমানে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের কোনো চুক্তি নেই। ব্র্যাক বিশ্ববিদ্যালয় শিক্ষক-শিক্ষার্থীদের জন্য ‘একটি নিরাপদ পরিবেশ বজায় রাখার পাশাপাশি অন্তর্ভুক্তি এবং সহিষ্ণুতা বজায় রাখতে’ দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ।

লাইভে আলোচিত স্বর্ণ ব্যবসায়ী আরাভ বলেন, আসিফ ভাইয়ের চাকরি নিয়ে নিয়েছে একটি প্রতিষ্ঠান। ওই প্রতিষ্ঠানে যত বেতন দিতো, তার ডাবল বেতন দিয়ে আমি আসিফ ভাইকে চাকরি দেবো। আসিফ ভাই যদি চাকরি করতে না চায়, তাহলে আপনিও (আসিফ) একটি ইউনিভার্সিটি কিংবা একটা কলেজ গড়ে তুলুন, আমি স্পন্সর করবো বাংলাদেশে। লাখো-কোটি মানুষের সামনে আমি ওয়াদা করে যাচ্ছি। আমি চাই আসিফ ভাইকে চাকরি দিতে।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top