শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১

চালের দাম নিয়ন্ত্রণে বাজার মনিটরিংয়ে খাদ্য অধিদপ্তর

রাশেদ রাসেল | প্রকাশিত: ২৪ জানুয়ারী ২০২৪, ১৭:০০

ছবি: সুজন হাসান

গত কয়েক দিনে লাগাম ছাড়া চালের বাজার। চালের বাজার নিয়ন্ত্রণে আনতে রাজধানীর বাজারগুলোতে অভিযান পরিচালনা করছে খাদ্য অধিদপ্তর।

আজ বুধবার (২৪ জানুয়ারী) সকাল ১১ টায় রাজধানীর মালিবাগ রেলগেট সংলগ্ন বাজারে মনিটরিং করেন খাদ্য মন্ত্রণালয়ের উপ-সচিব মো: আবুল আমিন।

এসময় তিনি বাজারটির বেশ কয়েকটি চালের দোকান মনিটরিং করেন। মনিটরিংকালে দোকানগুলোতে মূল্য তালিকা দৃশ্যমান না থাকা, বেশি মুনাফার জন্য ক্রয় মূল্যের থেকে বেশি দামে চাল বিক্রি করায় সতর্ক করেন তিনি।

পরে সাংবাদিকদের জানান, চালের দামের লাগাম টেনে ধরতে আমরা নিয়মিত বাজার মনিটরিং করছি। মনিটরিংয়ে এসে আমরা সতর্ক করছি বলে পূর্বের তুলনায় চালের দাম কমেছে।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top