কেউ যদি বলে সুখ পায়, কোন সমস্যা নাই সুখ পাইতে দেন
জাতীয় পার্টিকে ‘গৃহপালিত বিরোধী দল’ বলার সুযোগ দেওয়া হবে না
রায়হান রাজীব | প্রকাশিত: ২৯ জানুয়ারী ২০২৪, ১৯:২০
জাতীয় পার্টি আসলেই বিরোধী দল সেটা প্রমাণ করার সুযোগ এসেছে বলে মন্তব্য করেছেন দলের মহাসচিব মুজিবুল হক চুন্নু। তিনি বলেন, মানুষের মধ্যে সমালোচনা ছিল ‘গৃহপালিত’ বা এই ধরনের শব্দ। এই শব্দগুলো যাতে আর ব্যবহার না হয় সে লক্ষ্যে আমরা আগামীতে ভূমিকা রাখব। মানুষের কাছে গ্রহণযোগ্যতা পেতে কাজ করব।
সোমবার (২৯ জানুয়ারি) সকালে বনানীতে জাতীয় পার্টি চেয়ারম্যানের কার্যালয়ে চুন্নু আরও বলেন, সংসদে আমরা যে বিরোধী দল সেটা স্পিকারের দৃষ্টিতে এসেছে। সংসদের কার্যক্রমে এটা উল্লেখ থাকবে। সংখ্যাটা বড় নয়, সংসদে কারা বিরোধী সেইটা মেইন জিনিস।
তিনি বলেন, এদেশের মানুষ যা চায়, তাদের যে দাবি, সেটা প্রমাণ করার একটা সুযোগ এসেছে এইবার। আমাদের বিরুদ্ধে যে অভিযোগ, সমালোচনা ছিল আমরা ‘গৃহপালিত’, এই শব্দগুলো যাতে আর ব্যবহার না হয় সেজন্য সংসদে এবং সংসদের বাইরে আমাদের ভূমিকা আমরা রাখব।
রওশন এরশাদের গতকালের ঘোষণার বিষয়ে তিনি বলেন, এ নিয়ে আমরা কোন অস্বস্তিতে নেই। আমরা স্বস্তির মধ্যেই আছি। গতকাল যে কাজটা করেছে তারা কেউই দলের কোন পদে নেই, সামান্য মেম্বরও না।
শুধুমাত্র বেগম এরশাদ, তিনি আমাদের প্রধান পৃষ্ঠপোষক। উনি খুবই অসুস্থ। স্বাভাবিক রাজনীতির কোন সিদ্ধান্ত নেওয়ার মত মানসিক অবস্থা ওনার নেই। ওনাকে কতিপয় ব্যক্তি নিজেদের হীন স্বার্থ চরিতার্থ করার জন্য ব্যবহার করছে।
চুন্নু বলেন, যারা এসব কাজ করছে তারা কোনো দিন ক্ষমা চাইলেও দল তাদের ক্ষমা করবে না। আমি মহাসচিব হিসেবে এটা মনে করি। তারা দলের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করার জন্য এটা করেছিল। আজ থেকে সেই বিভ্রান্তি আর থাকবে না।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।