‘কাল নয়, ভারত থেকে টিকা আসবে বৃহস্পতিবার’

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২০ জানুয়ারী ২০২১, ০১:৩৪

‘কাল নয়, ভারত থেকে টিকা আসবে বৃহস্পতিবার’

ভারত সরকারের ‘উপহার’ হিসেবে ২০ লাখ ডোজ কোভিড-১৯ টিকা বুধবার নয়, আসবে বৃহস্পতিবার। ভারতীয় কূটনৈতিক সূত্র এ কথা জানিয়েছে।

এদিকে মঙ্গলবার (১৯ জানুয়ারি) দুপুরে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘ফ্লাইট শিডিউল অনুযায়ী ভারত থেকে বাংলাদেশে টিকা আসবে। সেটা আগামীকালও হতে পারে, পরের দিনও হতে পারে। ফ্লাইট শিডিউল এখনো জানা যায়নি।’

প্রথমে উপজেলা ও জেলা পর্যায়ে টিকা দেওয়া হবে জানিয়ে জাহিদ মালেক বলেন, ‘শুরুতে ইউনিয়ন পর্যায়ে টিকা দেওয়া হবে না। টিকা দেওয়া হবে উপজেলা ও জেলা পর্যায়ে। প্রথম আসা টিকা দেওয়া হবে শুধু ঢাকায়।’

এর আগে সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল আবার মোহাম্মদ খুরশীদ আলম বলেন, ‘ভারত সরকারের পক্ষ থেকে বাংলাদেশ সরকারকে টিকা উপহার দেওয়ার ব্যাপারে চিঠি দিয়েছে। চিঠিতে অক্সফোর্ড-অ্যাস্ট্রোজেনেকার ২০ লাখ টিকা দেওয়ার কথা বলা হয়েছে। ২০ তারিখে এই টিকা আসার কথা।’

টিকার প্রয়োগ সংক্রান্ত পরিকল্পনায় বলা হয়েছে, অগ্রাধিকার তালিকাভুক্ত জনগোষ্ঠীকে প্রথম ডোজ দেওয়ার আট সপ্তাহ পর দ্বিতীয় ডোজ টিকা দেওয়া হবে। টিকার প্রাপ্যতা অনুযায়ী মাসভিত্তিক একটি বিতরণ তালিকাও তৈরি করা হয়েছে।

এনএফ৭১/আরএইচ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top