পারদ মুক্ত বিশ্ব এলায়েন্স, এশিয়ার ভাইস-প্রেসিডেন্ট এসডো’র নির্বাহী পরিচালক
নিজস্ব প্রতিবেদক: | প্রকাশিত: ২০ জানুয়ারী ২০২১, ১৮:০৭
পারদ ও সীসামুক্ত বিশ্ব এলায়েন্স, এশিয়ার ভাইস-প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন পরিবেশ ওসামজিক উন্নয়ন সংস্থা –এসডো’র নির্বাহী পরিচালক সিদ্দিকা সুলতানা। সোমবার এক দাপ্তরিক চিঠিতে এ খবর জানায় পারদ ও সীসামুক্ত বিশ্ব এলায়েন্স।
চিঠিতে বাংলাদেশে এসডো’র কর্মকান্ডের প্রশংসা করেন এলায়েন্স প্রেসিডেন্ট এটর্ণী চার্লস জি ব্রাউন। পারদ ব্যবহারের বিরুদ্ধে সচেতনতা বাড়ানোর জন্য এসডো’র নির্বাহী পরিচালক সিদ্দিকা সুলতানাকে ধন্যবাদ দেন তিনি। পরিবেশ ওসামজিক উন্নয়ন সংস্থা –এসডো’র নির্বাহী পরিচালকের এমন সফলতায় কৃতজ্ঞতা প্রকাশ করেন সাবেক সচিব এবং এসডো’র চেয়াপর্সন সৈয়দ মার্গুব মোর্শেদ।
দাঁতের চিকিৎসায় পারদের ব্যবহার বন্ধে ২০১০ সাল থেকে কাজ করে যাচ্ছে আন্তর্জাতিক পারদ মুক্ত বিশ্ব এলায়েন্স। এর সদর দপ্তর যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে। ২০১২ সাল থেকে বিশ্ব এলায়েন্সের সাথে তাল মিলিয়ে বাংলাদেশে সচেতনা বাড়ানোর চেষ্টা চালাচ্ছে পরিবেশ ওসামজিক উন্নয়ন সংস্থা –এসডো। ইতিমধ্যে বেশ কিছু সফলতাও পাওয়া গেছে এদেশের গণমানুষের মাঝে।
এনএফ৭১/জুআসা/২০২১
বিষয়: Environmental and Social Development Organization ESDO World Alliance for Mercury-free Dentistry পরিবেশ ও সামাজিক উন্নয়ন সংস্থা এসডো সিদ্দিকা সুলতানা এসডো'র নির্বাহী পরিচালক দক্ষিণ এশিয়া
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।