মহামারিতেও দেশ অর্থনৈতিক মন্দা এড়াতে পেরেছে: প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২০ জানুয়ারী ২০২১, ২২:৪৬
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বৈশ্বিক করোনাভাইরাস মহামারির মধ্যেও বিশ্বের অনেক দেশ অর্থনৈতিক মন্দা দেখা দিলেও বাংলাদেশ তা অনেকটাই এড়াতে পেরেছে।
বুধবার (২০ জানুয়ারি) জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে বিরোধী দল জাতীয় পার্টির রওশন আরা মান্নানের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, 'করোনা পরিস্থিতিতেও ২০২০ সালে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ৫.২৪ শতাংশ হয়েছে। ২০১৯ সালে প্রবৃদ্ধি ছিল ৮.১৫ শতাংশ, যা ছিল দেশের ইতিহাসে সর্বোচ্চ প্রবৃদ্ধি।'
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, 'ব্রিটেনের অর্থনৈতিক গবেষণা সংস্থা সেন্টার ফর ইকোনমিক্স অ্যান্ড বিজনেস রিসার্চের ওয়ার্ল্ড ইকোনোমিক লিগ টেবিল-২০২১ অনুযায়ী বাংলাদেশ এখন যে ধরনের অর্থনৈতিক বিকাশের মধ্য দিয়ে যাচ্ছে তা অব্যাহত থাকলে ২০৩৫ সাল নাগাদ বাংলাদেশ হবে বিশ্বের ২৫তম বৃহৎ অর্থনীতি। ২০২০ সালের সূচক অনুযায়ী বাংলাদেশ এখন বিশ্বের ৪১তম বৃহৎ অর্থনীতির দেশ।'
অপর এক প্রশ্নের উত্তরে শেখ হাসিনা বলেন, 'করোনাকালে বাংলাদেশে এসে আটকে পড়া ও চাকুরিচ্যুত প্রবাসীদের নতুন নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির মাধ্যমে শ্রমিক পাঠানোর লক্ষ্যে সরকার বিভিন্ন কার্যক্রম নিয়েছে। প্রবাসী অধ্যুষিত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের অনুরোধ জানিয়ে করোনাকালে চাকুরিচ্যুত প্রবাসীদের সার্বিক কল্যাণে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ফোনে যোগাযোগসহ পত্র পাঠানো হয়েছে।'
এনএফ৭১/২০২১
বিষয়: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈশ্বিক করোনাভাইরাস মহামারি অর্থনৈতিক মন্দা অর্থনৈতিক প্রবৃদ্ধি সেন্টার ফর ইকোনমিক্স অ্যান্ড বিজনেস রিসার্চ ওয়ার্ল্ড ইকোনোমিক লিগ
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।