কত কোটি টাকার পণ্য বিক্রি হয়েছে এবারের বাণিজ্যমেলায়?
রায়হান রাজীব | প্রকাশিত: ২০ ফেব্রুয়ারী ২০২৪, ১৯:১৫
ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার ২৮তম আসর শেষ হচ্ছে আজ। মঙ্গলবার এক সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে এই মেলার পর্দা নামবে।
এবারের মেলায় প্রায় ৪০০ কোটি টাকার পণ্য বিক্রি হয়েছে। আর মেলা থেকে মোট ৩৯১ দশমিক ৮২ কোটি টাকার রপ্তানি আদেশ পাওয়া গেছে।
আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে বাণিজ্যমেলার সমাপনী অনুষ্ঠানে এ তথ্য জানায় বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)।
গত ২১ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাণিজ্যমেলা উদ্বোধন করেন। এবার তৃতীয়বারের মতো স্থায়ী ভেন্যু বাংলাদেশ-চীন এক্সিবিশন সেন্টারে বাণিজ্যমেলা অনুষ্ঠিত হয়।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।