শরবত তৈরির পণ্যের দামে আগুন!
রাশেদ রাসেল | প্রকাশিত: ১২ মার্চ ২০২৪, ১৩:২১
আজ পহেলা রমজান। মুসলমানদের জন্য শুরু হয়ে গেছে আত্মসংযমের মাস। সেহরী খেয়ে সারা দিন যাবতীয় পানাহার থেকে বিরতি থাকবেন মুসলমানরা। আর বেলা শেষে ইফতারের মাধ্যমে ইতি ঘটবে রোজার একটি দিনের।
খেজুরের বাজারে দামের আগুন লেগেছে এটি সকলেরই জানা, কিন্তু ইফতার করার আরেক উপাদান শরবত তৈরীর পণ্যের দামও চড়া এবার।
লেবুসহ শরবতের বিভিন্ন উপকরণের দাম অস্বাভাবিক বেড়ে যাওয়ায় এসব পণ্য কিনতে গিয়ে গলা শুকিয়ে আসার জোগাড় ভোক্তার। রাজধানীর খুচরা বাজারে প্রতি কেজি ইসবগুলের ভূসির দাম কেজিতে ৫০০ টাকার মতো বেড়ে বিক্রি হচ্ছে দুই হাজার থেকে দুই হাজার ১০০ টাকায়।
ইফতারের অন্যান্য খাদ্যপণ্য ছোলা, চিনি, বেগুন, শসাসহ বিদেশি ফলের দামও বেশ চড়া।
ইফতারের শরবতের জনপ্রিয় অনুষঙ্গ লেবুর চাহিদা বেড়ে যাওয়ায় দাম বেড়েছে। প্রতি হালিতে ২০ থেকে ৩০ টাকা বেড়ে ৫০ থেকে ৭০ টাকায় বিক্রি হচ্ছে লেবু।
বিষয়: শরবত
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।