রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১৪ আশ্বিন ১৪৩১

দেশে করোনায় মৃত্যু এবং শনাক্ত কমছে

ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০২০, ১৬:০১

নিজস্ব প্রতিবেদক:

দেশে ধীরে ধীরে কমে আসছে করোনা ভাইরাসের প্রকোপ। বুধবার করোনায় মৃত্যুর সংখ্যা গত দেড় মাসের মধ্যে সর্বনিম্ন।

বুধবার বিকালে সংবাদমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে দেশে করোনাভাইরাস পরিস্থিতির সবশেষ তথ্য বলছে, গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত ২১ জনের মৃত্যু হয়েছে। শনাক্ত হয়েছে আরও ১ হাজার ৬১৫ জন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সকাল ৮টা পর্যন্ত শনাক্ত ১ হাজার ৬১৫ জনকে নিয়ে দেশে করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৪২ হাজার ৬৭১ জন।

গত এক দিনে মারা যাওয়া ২১ জনকে নিয়ে দেশে করোনাভাইরাসে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৪ হাজার ৮২৩ জন।

আইইডিসিআরের হিসাবে বাসা ও হাসপাতাল থেকে সুস্থ হয়েছে আরও ২ হাজার ৩৭৫ জন। এ নিয়ে সুস্থ রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ২ লাখ ৪৭ হাজার ৯৬৯ জন।

এনএফ৭১/আরআর/২০২০



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top