কোনো কারণে ফেরানো গেল না তাঁকে
রায়হান রাজীব | প্রকাশিত: ১৯ মার্চ ২০২৪, ১৩:৪৭
গানে গানে মাতিয়ে রেখেছিলেন প্রজন্মের পর প্রজন্ম। কোনো কারণে ফেরানো গেল না তাঁকে।
বিরহজাগানিয়া গানে হাহাকার জাগিয়েছেন খালিদ। গানের কথার মতো হারিয়ে গেলেন গানটির স্রষ্টা খালিদ। হৃদ্রোগে আক্রান্ত হয়ে গতকাল সোমবার রাতে ঢাকায় মারা গেছেন ‘চাইম’ ব্যান্ডের ভোকালিস্ট খালিদ (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৫৯ বছর। তিনি এক ছেলে ও স্ত্রী রেখে গেছেন।
তাঁর জন্ম ১৯৬৫ সালের ১ আগস্ট। গোপালগঞ্জে জন্ম নেওয়া এই শিল্পী ১৯৮১ সালে গানের জগতে যাত্রা করেন। ১৯৮৭ সালে সারগামের ব্যানারে ব্যান্ডের প্রথম অ্যালবাম ‘চাইম’ প্রকাশিত হয়। অ্যালবামের ‘নাতি খাতি বেলা গেল’সহ বেশ কয়েকটি গান রীতিমতো আলোড়ন তোলে।
পরিবারসহ যুক্তরাষ্ট্রে স্থায়ী হয়েছিলেন খালিদ। কয়েক মাস আগে স্ত্রীসহ দেশে আসেন তিনি। দীর্ঘসময়ের মিউজিক ক্যারিয়ারে খুব বেশি গান করেননি এই শিল্পী। অন্য শিল্পীদের তুলনায় কম গান করলেও খালিদের গাওয়া প্রতিটি গানই পেয়েছে জনপ্রিয়তা।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।