ডেঙ্গুতে মৃত মাকে ছোট্ট আইয়ানের চিঠি

রায়হান রাজীব | প্রকাশিত: ২৪ মার্চ ২০২৪, ১৫:২৩

ছবি: সংগৃহীত

এটা ছোট্ট শিশু আইয়ান ও ফাতিহার জীবনের গল্প। তাদের মা ফারজানা শারমিন গত বছরের ২৫ আগস্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তাঁর ডেঙ্গু হয়েছিল। তিনি ছিলেন বেসরকারি একটি ব্যাংকের কর্মকর্তা।

আইয়ান তিহানের বয়স পাঁচ বছরের কাছাকাছি। স্কুলে যায়, তবে এখনো লেখা শেখেনি। কিন্তু আইয়ান চিঠি লিখতে চায় তার মাকে। বড় বোন ফাতিহা রিদ্বীনকে (১২) দিয়ে একটি চিঠি লিখিয়েছে সে। মায়ের উদ্দেশে কী লিখিয়েছে আইয়ান? লিখিয়েছে, ‘আম্মু, তোমাকে ভালোবাসি। তোমাকে খুব “মিস” করি।’

আসছে পবিত্র ঈদুল ফিতরের ছুটিতে ফাতিহা ও আইয়ান নানাবাড়িতে যাবে। সেখানে তাদের মায়ের করব। নানাবাড়ি নেত্রকোনার পূর্বধলা উপজেলার জারিয়া গ্রামে।

ফাতিহা ও আইয়ানের বাবা দৈনিক সমকালের যুগ্ম বার্তা সম্পাদক জাহেদুল আলম। তিনি জানিয়েছেন, আলপনা করা রঙিন কাগজে লাল রঙের ‘হার্ট’ চিহ্ন আঁকা চিঠিটি খামে ভরে আলমারিতে রেখে দিয়েছে ফাতিহা। মায়ের কবরে চিঠিটি রেখে আসতে চায় ফাতিহা ও আইয়ান।

 

 

 

 



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top