নিয়মিত ক্লাস হবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৪ জানুয়ারী ২০২১, ২১:৪৭
২০২১ সালে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীদের সংক্ষিপ্ত সিলেবাসের ওপর পরীক্ষা হবে। এজন্য স্কুল খুললে এসএসসি ও এইচএসসি অর্থাৎ দশম ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা নিয়মিত ক্লাস করবে। এমনটাই বলেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
তিনি আরও বলেন, প্রাথমিকসহ অন্য শ্রেণির শিক্ষার্থীরা সপ্তাহে ১ দিন ক্লাসে আসবে। সারা সপ্তাহের কাজ নিয়ে যাবে তারা। আবার পরের সপ্তাহে এসে সেই কাজ নিয়ে শিক্ষকদের সঙ্গে আলোচনা করবে।
রোববার (২৪ জানুয়ারি) জাতীয় সংসদে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড সংশোধন বিল-২০২১ এর ওপর জনমত যাচাই-বাছাইয়ের প্রস্তাবের ওপর সংসদ সদস্যদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
এনএফ৭১/জেএস/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।