দেশের বামরা নব্বই ডিগ্রি ঘুরে গেছে, বললেন প্রধানমন্ত্রী

রায়হান রাজীব | প্রকাশিত: ২ মে ২০২৪, ১৫:১৪

ছবি: সংগৃহীত

রোহিঙ্গা প্রত্যাবাসেন থাইল্যান্ড সহযোগিতার আশ্বাস দিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (২ মে) গণভবনে থাইল্যান্ড সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, থাইল্যান্ডের সফরে কী পেলাম আর কী পেলাম না সেটা বড় বিষয় নয়। কিন্তু নতুন করে অর্থনীতির দুয়ার খুলেছে। থাইল্যান্ডের সঙ্গে খাদ্য ও ফল উৎপাদনের বিষয়ে মতবিনিময় করা হয়েছে। থাইল্যান্ডকে বিনিয়োগ করার আহ্বান করা হয়েছে। পাসপোর্ট ছাড়া যেন বাংলাদেশ থেকে থাইল্যান্ডে যাওয়া যায় সেই বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে।

এক প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, রোহিঙ্গাদের প্রত্যাবাসনের বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। থাইল্যান্ডও আশ্বাস দিয়েছে রোহিঙ্গা জনগোষ্ঠী প্রত্যাবাসন নিয়ে সহযোগিতা করবে। মিয়ানমারের বর্তমান পরিস্থিতি নিয়ে তারাও উদ্ধিগ্ন। থাইল্যান্ডও মিয়ানমারের বিষয় নিয়ে আলোচনা করবে বলে জানিয়েছে।

তিনি বলেন, পৃথিবীর যেকোনো জায়গায় মানুষ নির্যাতিত হয়। সেখানে আওয়ামী লীগ নির্যাতিতের পক্ষে কথা বলে। দেশের মানুষ হতাশ হয় না। তারা আমাদের সঙ্গে আছে।

প্রধানমন্ত্রী বলেন, ইসরায়েলের হামলা বন্ধের জন্য আমেরিকায় যেভাবে শিক্ষার্থীরা আন্দোলন করছে, সেটা বন্ধের জন্য যেভাবে গণহত্যা করা হচ্ছে সেটা অমানবিক। এটাও নাকি তাদের গণতন্ত্র। আমেরিকায় প্রতিনিয়ত মানুষ মারা হচ্ছে। সাধারণ মানুষকে হত্যা করা হচ্ছে, এটা মানবাধিকার লঙ্ঘন।

তিনি বলেন, বাংলাদেশে গরম নতুন নয়। তবে যেভাবে গরম বাড়ছে, তাপমাত্রা বাড়ছে এজন্য সবাইকে সতর্ক থাকতে হবে। নিরাপদে থাকতে হবে, প্রচুর পানি খেতে হবে। অতি বাম অতি ডান’ নিয়ে এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেন, অতি বাম, অতি ডান নিয়ে কিছু বলার নেই, যেটা বলছি। অতি বাম, অতি ডানরা ৯০ ডিগ্রি ঘুরে গেছে।

প্রধানমন্ত্রী বলেন, অতি বামদের কাছে আমার প্রশ্ন, তারা আমাকে উৎখাত করে কাকে ক্ষমতায় আনবে? তারা কি একবার এটা ভেবে দেখেছে? আর আমার অপরাধটা কী?

শেখ হাসিনা বলেন, আমাদের এখানে আন্দোলন করছে। আমি বলে দিয়েছি, তারা আন্দোলন করছে, করুক। অথচ আমি চাইলে আমেরিকার স্টাইলে পুলিশ দিয়ে আন্দোলন থামিয়ে দিতে পারি।

 

 

 

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top