‘ডামি’ উপজেলা নির্বাচন বর্জনের আহ্বান রিজভীর
রায়হান রাজীব | প্রকাশিত: ৫ মে ২০২৪, ১৯:৪৩
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন বর্জনের আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেন, ৭ জানুয়ারি ডামি নির্বাচন করার পর শেখ হাসিনা আবার উপজেলা নির্বাচন করছেন। এ নির্বাচনও ডামি। কারণ দেশের গণতন্ত্রকামী কোনো দল এ নির্বাচনে অংশগ্রহণ করছে না।
রোববার দুপুরে রাজধানীর বেইলি রোডে উপজেলা নির্বাচন বর্জনের আহবানে লিফলেট বিতরণকালে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, বর্তমানে দেশের জনগণ ভোট দিতে পারে না। তাদের পছন্দের প্রতিনিধি বানাতে পারে না। দেশের এ পরিস্থিতি সৃষ্টি করেছে বর্তমান ডামি নির্বাচনের সরকার শেখ হাসিনা। তিনি এই পরিস্থিতি কেন করেছেন, কারণ তিনি এ দেশের সম্রাজ্ঞী হয়ে থাকতে চান। ব্যাংক লুট ও বিদেশে টাকা পাচার করতে চান।
বিষয়: ডামি নির্বাচন বর্জন রিজভী
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।