রাজধানীতে ভারী বর্ষণে হাঁটু পানি, ভোগান্তিতে নগরবাসী

সুজন হাসান | প্রকাশিত: ১১ মে ২০২৪, ১৪:৩৬

ছবি: ওসমান গনি হৃদয়

শনিবার (১১ মে) সকাল ভারী বর্ষণে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কসহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন এসব এলাকার বাসিন্দা ও সড়কে চলাচলকারী নগরবাসী।

আজ সকাল থেকে হওয়া টানা বৃষ্টিতে বারিধারা, শেওড়াপাড়া, মিরপুর ১০, ভাষানটেক ও কাফরুল এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।

রাজধানীর কোথাও কোথাও হাঁটু সমান পানিও দেখা যায়। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন অফিসগামী ও জরুরী প্রয়োজনে বাইরে বের হওয়া মানুষ। হাঁটু পানি ঠেলে বিভিন্ন গন্তব্যে যেতে দেখা যায় সাধারণ মানুষদের। চলতি পথে হঠাৎ কোনো গাড়ি চলে আসলে জলাবদ্ধ পানির ঢেউয়ে আরও বিপাকে পড়ছেন নগরবাসী। শিক্ষার্থীরা পাচ্ছে না রিক্সা, পারছেনা যেতে নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে বা বাসায়।

সড়কের জলাবদ্ধ হয়ে থাকা পানি ঢুকে পড়েছে বাসা বাড়িতেও। এতে আরও বিপাকে পড়েছেন স্থানীয় বাসিন্দাসহ ভাড়াটিয়ারা। পানির কারণে দোকানপাটও খুলতে পারেনি অনেক দোকানি ও অনেক নিচু স্থানের দোকান গুলির ভেতরে ঢুকেছে পানি। ফলে বিপাকে নগরবাসী।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top