রাজধানীতে বৃষ্টি নামায় নগরবাসীর স্বস্তিবোধ
সুজন হাসান | প্রকাশিত: ১৮ মে ২০২৪, ১২:৫৬
প্রচন্ড তাপপ্রবাহের মধ্যেই ঢাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টির দেখা মিললো। এতে কিছুটা স্বস্তি ফিরছে জনজীবনে। আবহাওয়া অধিদফতরের পূর্বাভাসে বলা হয়েছে, আজ ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হবে।
আজ সকাল থেকেই রাজধানীতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির দেখা মিলেছে। এতে কিছুটা স্বস্তির দেখা ফিরেছে জনজীবনে। আবহাওয়া অধিদফতরের পূর্বাভাসে বলা হয়েছে, শনিবার (১৮ মে) ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়াসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
এছাড়া দেশের কোথাও কোথাও শীলাবৃষ্টির পুর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। এদিকে সকালে থেকেই সূর্যের চিরচেনা উত্তাপের দেখা পাওয়া যায়নি।
আজ ভোর থেকেই রাজধানী ঢাকার আকাশে ছিল মেঘের আনাগোনা। সকাল আটটার দিকে আকাশ একেবারে মেঘে ঢেকে যায়। সাড়ে আটটার দিকে ঢাকার বিভিন্ন স্থানে শুরু হয় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। সঙ্গে যোগ হয় প্রাণজুড়ানো শীতল হাওয়া। বাতাস, মেঘ ও হালকা বৃষ্টির ফলে ঢাকায় কিছুটা স্বস্তি ফিরেছে।
সকাল থেকে রাজধানীর নতুনবাজার, বাড্ডা, রামপুরাসহ বেশ কিছু এলাকায় বৃষ্টির খবর পাওয়া গেছে। তবে কোথায় ভারী বৃষ্টির খবর পাওয়া যায়নি এখনও।
সকালে বৃষ্টির কারণে অফিসগামী ও শিক্ষার্থীদের কিছুটা ভোগান্তিতে পড়তে হয়েছে। অধিকাংশ মানুষ ছাতা নিয়ে বের না হওয়ায় অনেককে বৃষ্টিতে ভিজতে হয়েছে। তবে বৃষ্টি নামায় সবাই স্বস্তিবোধ করছেন।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।