কৃষির উন্নতি না হলে মানুষের জীবিকার উৎস বাড়বে না: কৃষিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৫ জানুয়ারী ২০২১, ০৩:২২
দেশ যত উন্নতই হোক, কৃষির উন্নতি না হলে মানুষের জীবিকার উৎস বাড়বে না, আয়ও বাড়বে না এমনটাই বলেছেন, কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক।
রোববার (২৪ জানুয়ারি) কৃষি মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে এক মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।
এ সময় কৃষিমন্ত্রী বলেন, দেশের ৬০-৭০ শতাংশ গ্রামে বসবাসকারী মানুষের আয় মূলত কৃষির ওপরই নির্ভর করে। তাদের আয় না বাড়লে স্থানীয় বাজার উন্নত হবে না। ফলে বিদেশি বিনিয়োগও সেভাবে আসবে না।
কারণ, বিদেশি বিনিয়োগকারীরা যেখানে বিনিয়োগ করে বা যে পণ্যটি উৎপাদন করবে, তা স্থানীয় বাজারে বিক্রি করতে পারবে কী না- সেটি আগে বিবেচনা করে। সেজন্য শুধু রপ্তানিনির্ভর পণ্যের জন্য তারা বিনিয়োগে উৎসাহিত হয় না।
এ সময় উপস্থিত ছিলেন, কৃষি মন্ত্রণালয়ের সচিব মো. মেসবাহুল ইসলাম, অতিরিক্ত সচিব (প্রশাসন) ড. মো. আবদুর রৌফ, অতিরিক্ত সচিব (সার ব্যবস্থাপনা ও উপকরণ) মো. মাহবুবুল ইসলাম, অতিরিক্ত সচিব (গবেষণা) কমলারঞ্জন দাশ।
এনএফ৭১/জেএন/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।