মেট্রোরেলে ভ্যাট বসালে সুনাম নষ্ট হবে- ওবায়দুল কাদের

সুজন হাসান | প্রকাশিত: ১৯ মে ২০২৪, ১৬:৪০

ছবি: সংগৃহীত

ভ্যাট বসালে মেট্রোরেলের সুনাম নষ্ট হবে মন্তব্য করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আমাদের জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) মেট্রোরেলে ১৫ শতাংশ ভ্যাট আরোপ করেছে, এটা হতে পারে না। এটা রং ডিসিশন। ভারতে মেট্রোরেলে কি ভ্যাট আছে? ভারতে ভ্যাট নেই, আমরা কেন করবো? আমি প্রধানমন্ত্রীকে জানিয়েছি, তিনি বিষয়টি বিবেচনা করবেন।

রোববার (১৯ মে) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) আয়োজিত ঢাকা মেট্রোরেলের ব্রান্ডিং সেমিনারে তিনি এসব কথা বলেন।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, আমাদের এনবিআর জনপ্রিয় পরিবহন মেট্রোরেলে হঠাৎ করে ১৫ শতাংশ ভ্যাটের ঘোষণা দিলো। বিষয়টি আমি মাননীয় প্রধানমন্ত্রীকে জানিয়েছি। এনবিআরের এ সিদ্ধান্ত ভুল। এটি হয় না। এতে করে মেট্রোরেলের সুনাম নষ্ট হয়। প্রধানমন্ত্রী এটি পুনর্বিবেচনার বিষয় আশ্বাস দিয়েছেন।

কাদের বলেন, সরকারের উন্নয়ন-অর্জনের সঙ্গে দেশের গণপরিবহন সেবায় বৈপরীত্য আছে। সরকারের এত এত উন্নয়ন ম্লান হচ্ছে যখন ঢাকার অবস্থান বাস-অযোগ্য শহরের তালিকায় নাম লিখছে।

তিনি আরও বলেন, উপজেলা নির্বাচনে ৩০ থেকে ৪০ এবং জাতীয় নির্বাচনে ৪২ ভাগ ভোট পড়েছে। বিএনপি নির্বাচনে ব্যর্থ হয়ে মানসিক ট্রমায় ভুগছে, তাই ভোট নিয়ে এলোমেলো কথা বলছে।

অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী বলেন, বিরোধী দলের আন্দোলনের অধিকার আছে, আন্দোলন যদি সহিংসতা হয়, অগ্নিসন্ত্রাস হয়, তাহলে সরকারের পাশাপাশি দল হিসেবেও তা মোকাবিলা করবে আওয়ামী লীগ।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top