ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু আজ

সুজন হাসান | প্রকাশিত: ২ জুন ২০২৪, ১৪:৩৯

ছবি: সংগৃহীত

বাংলাদেশ রেলওয়ে আসন্ন ঈদুল আজহার উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবারো ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে আজ। রোববার (২ জুন) সকাল ৮টা থেকে আন্তঃনগর ট্রেনের আসন বিক্রি শুরু হয়েছে। এবার শতভাগ টিকিট বিক্রি হচ্ছে অনলাইনে।

রেলওয়ের কর্মপরিকল্পনা থেকে জানা যায়, পশ্চিমাঞ্চলে চলাচল করার সকল আন্তঃনগর ট্রেনের আসন সকাল ৮টায় এবং পূর্বাঞ্চলে চলাচল করা সকল ট্রেনের আসন দুপুর ২টায় বিক্রি করা হবে।

আগামী ১৭ জুনকে সম্ভাব্য ঈদ ধরে এ আসন বিক্রি শুরু হয়েছে। আজ প্রথমদিনে দেয়া হচ্ছে ১২ জুনের টিকিট। আগামীকাল দেয়া হবে ১৩ জুনের টিকিট। 

কর্মপরিকল্পনা অনুযায়ী, এবার ঢাকা থেকে বহির্গামী ট্রেনের মোট আসন সংখ্যা হবে ৩৩ হাজার ৫০০টি। ২ জুন থেকে যাত্রা শুরুর ১০ দিন আগের আন্তঃনগর ট্রেনের আসন অগ্রিম হিসেবে বিক্রি করা হবে। ১২ জুনের অগ্রিম টিকিট পাওয়া যাবে ২ জুন, ১৩ জুনের টিকিট পাওয়া যাবে ৩ জুন, ১৪ জুনের টিকিট ৪ জুন, ১৫ জুনের টিকিট ৫ জুন এবং ১৬ জুনের টিকিট পাওয়া যাবে ৬ জুন।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top