• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


সড়কে মেয়াদোত্তীর্ণ গাড়ি চালানো যাবে না-আইজিপি

সুজন হাসান | প্রকাশিত: ১৩ জুন ২০২৪, ১৪:৩১

ছবি: সংগৃহীত

ঈদুল আজহার ছুটিতে ফাঁকা বাড়ির নিরাপত্তায় সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি)।

বৃহস্পতিবার (১৩ জুন) গাবতলি বাস টার্মিনাল ও গরুর হাট পরিদর্শন করার সময় পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন, ঈদুল আযাহার ছুটিতে ফাঁকা বাড়ির নিরাপত্তায় সবাইকে সতর্ক থাকতে হবে ও সড়কে মেয়াদোত্তীর্ণ গাড়ি চালানো যাবে না ।

তিনি বলেন, ঈদের ছুটিতে ফাঁকা বাড়ির নিরাপত্তায় সবাইকে সতর্ক থাকতে হবে। পুলিশ বিভাগও সতর্ক থাকবে। সর্বোচ্চ নিরাপত্তায় নিশ্চিত করতে আইনশৃংখলা বাহিনীর নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। 

আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন, ‘আইনশৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনায় কোরবানির পশুবাহী গাড়ি যেন নির্বিঘ্নে যাতায়াত করতে পারে, সে ব্যবস্থা নেওয়া হয়েছে। কোনও সুনির্দিষ্ট তথ্য ছাড়া কোরবানির পশুর গাড়ি আটকানো যাবে না। বিভিন্ন জেলা থেকে পশু নিয়ে আসা ব্যাপারীদের নিরাপত্তা জোরদার করা হয়েছে।’

হাটে কোনও হয়রানি হলে হটলাইনে ফোন দেওয়ার পরামর্শ দিয়ে আইজিপি বলেন, ‘হাটে জাল টাকা শনাক্তকরণ মেশিন আছে। সমস্যা মনে হলেই আইনশৃঙ্খলা বাহিনী হেল্প করবে। কোরবানির পশুর হাটে কোনও হয়রানির ঘটনা ঘটলেই পুলিশের হটলাইনে ফোন করে অভিযোগ জানাতে পারবেন ক্রেতা-বিক্রেতা উভয়ই।’

ঈদযাত্রা প্রসঙ্গে তিনি বলেন, ‘সড়কে মেয়াদোত্তীর্ণ গাড়ি চালানো যাবে না। বেপরোয়া গতিতে গাড়ি চালানো যাবে না। বিশেষ করে মহাসড়কে তিন চাকার কোনও যানবাহন চলাচল করতে পারবে না। দূরপাল্লার পরিবহনগুলোকে শৃঙ্খলা সঙ্গে গাড়ি চালাতে হবে। ঈদযাত্রা নিরাপদ করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।’

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top