যে কারণে চীন থেকে একদিন আগেই ফিরছেন প্রধানমন্ত্রী
রায়হান রাজীব | প্রকাশিত: ১০ জুলাই ২০২৪, ১৯:২৯
চীনা রাষ্ট্রপতি শি জিনপিংয়ের আমন্ত্রণে বেইজিং সফর করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগে থেকে চারদিনের সফর নির্ধারিত হলেও তার সফরসূচিতে পরিবর্তন হয়েছে। চীন সফরের সূচি অনুযায়ী বৃহস্পতিবার ফেরার কথা ছিল প্রধানমন্ত্রীর। কিন্তু একদিন আগেই শেষ হচ্ছে তার চীনে দ্বিপক্ষীয় সফর।
বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ। তিনি বলেন, বৃহস্পতিবার নয়, বুধবাই ফিরে যাচ্ছেন প্রদানমন্ত্রী। সফরসূচি অনুযায়ী, ১১ জুলাই (বৃহস্পতিবার) বেলা ১১টায় ঢাকার উদ্দেশে রওয়ানা হবার কথা ছিলো প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের। কিন্তু রাষ্ট্রীয় সব কাজ শেষ হয়ে যাওয়ার পর বেইজিংয়ে রাত না কাটিয়ে প্রধানমন্ত্রী দেশেই রাত কাটানোর সিদ্ধান্ত নিয়েছেন, তাই সফরসূচিতে এই পরিবর্তন বলে জানা যাচ্ছে।
একই ভাবে প্রধানমন্ত্রীর প্রেস সচিব নাইমুল ইসলাম খান জানিয়েছেন, বুধবার রাতেই ফিরে আসবেন প্রধানমন্ত্রী। প্রেস সচিব এও জানান, এক দিন আগে ফিরলেও নির্ধারিত সকল কর্মসূচি শেষ করেই দেশে ফিরবেন তিনি। তিনি বলেন, ‘এখানে কোনো কিছু রেখে, বা সংক্ষিপ্ত করে ফিরছেন না। পরদিন অর্থাৎ বৃহস্পতিবার সকালে দেশে ফেরার কথা, সেখানে আগেরদিন রাতে ফিরছেন।’
প্রেস সচিব আরও জানান, ১০ জুলাই বেইজিং সময় রাত ১০টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটে উঠবেন প্রধানমন্ত্রী। বাংলাদেশ সময় রাত ১টায় ঢাকার শাহজাললাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন।
ফেরার সময় এগিয়ে আনার কারণ হিসেবে নাইমুল ইসলাম খান বলেন, ‘সকালে আসলে একটা দিন চলে যায়, রাতে চলে আসলে দিনটা বেঁচে যায়।’ প্রধানমন্ত্রী নিজেই কোন কর্মসূচি না থাকায় একদিন আগেই দেশে ফেরার ইচ্ছা পোষন করেছেন। সংবাদ, সময় সংবাদ, নিউজ টুয়েন্টিফোর।
প্রধানমন্ত্রীর চীন সফর নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
চীন থেকে একদিন আগেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
কারণ হিসেবে তিনি জানান, সায়মা ওয়াজেদ পুতুলের অসুস্থতার কারণে বেইজিংয়ে রাত্রিযাপন না করে দেশেই ফিরছেন প্রধানমন্ত্রী। উল্লেখ্য চার দিনের চীন সফর শেষে আগামীকাল বৃহস্পতিবার দেশে ফেরার কথা ছিল প্রধানমন্ত্রীর।
বুধবার (১০ জুলাই) দুপুরে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে ওবায়দুল কাদের জানান, প্রধানমন্ত্রীর সব কর্মসূচি শেষ হওয়ায় তিনি বেইজিংয়ে রাত্রিযাপন করবেন না।
স্থানীয় সময় বুধবার তিনি বাংলাদেশের উদ্দেশে রওয়ানা দেবেন। সেতুমন্ত্রী জানান, পুতুলের কারণে একদিন আগেই দেশে ফিরবেন প্রধানমন্ত্রী। তবে যারা বলছেন প্রধানমন্ত্রী সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরে আসছেন, এটা মিথ্যা ও ভুল বার্তা। খবর যুগান্তরের।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।