রাজধানীতে চলছে গণমিছিল
মেহেদী হাসান | প্রকাশিত: ২ আগষ্ট ২০২৪, ১৭:৩৪
কয়েকটি এলাকায় ফের সড়কে নেমে গণমিছিল করেছে শিক্ষার্থীরা। আজ শুক্রবার (২ আগস্ট) শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বৃষ্টিতে ভিজে মিছিলে অংশ নেয়। এ সময় তাদের মিছিলের সামনে ও পেছনে পুলিশ ছিল। এ সময় শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিয়ে প্রতিবাদ জানায়।
ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের সামনে গিয়ে দেখা যায়, শিক্ষার্থীরা মিছিল বের করেছে। এরপর বৃষ্টিতে ভিজে ভিজে মিছিল নিয়ে তাঁরা রামপুরা ব্রিজের দিকে যেতে থাকে। সেখান থেকে ব্র্যাক বিশ্ববিদ্যালয় ঘুরে আবার ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে দিকে যায় তারা।
এদিকে, উত্তরা ৬ নম্বর সেক্টরে রাজউক উত্তরা মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। তারাও বৃষ্টিতে ভিজে ভিজে মিছিল করে। এ সময় তাদের অনেকেই স্কুলের পোশাক পরে ছিল।
রাজধানীর বায়তুল মোকাররম এলাকায় গণমিছিল শুরু হয়। আজ শুক্রবার জুমার নামাজের পর কয়েকশ মানুষ জাতীয় মসজিদ এলাকার থেকে মিছিলটি বের করেন।
এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আজ ‘প্রার্থনা ও ছাত্র-জনতার গণমিছিল’ কর্মসূচি ঘোষণা করে।
বিষয়: গণমিছিল
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।