আজ খুলনায় শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়া
মেহেদী হাসান | প্রকাশিত: ২ আগষ্ট ২০২৪, ২০:১০
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা ছাত্র-জনতার গণমিছিল কর্মসূচির ডাকে শিক্ষার্থীরা মিছিল করে। শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে।
শুক্রবার (২ আগস্ট) দুপুর সাড়ে ৩টার দিকে খুলনা নগরীর জিরো পয়েন্ট সংলগ্ন এলাকায় শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়া ঘটনা ঘটে।পুলিশ শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে বেশ কয়েক রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে। এতে শিক্ষার্থীরা পিছু হটে যায়। এ সময় ধাওয়া-পাল্টাধাওয়া ঘটে। সংঘর্ষের ফলে বন্ধ রয়েছে ওই এলাকার আশপাশের সব দোকানপাট এবং গাড়ি চলাচল।
শিক্ষার্থীরা জানায়, আমাদের শান্তিপূর্ণ মিছিলে পুলিশ বিনা উস্কানিতে বাধা ও টিয়ারশেল নিক্ষেপ করেছে।
এদিকে সংঘর্ষ চলাকালে টিয়ারসেল ও রাবার বুলেটে পাঁচ থেকে সাত জন শিক্ষার্থী আহত হয়েছে বলে দাবি আন্দোলনকারী শিক্ষার্থীদের। তবে এ বিষয়ে তাৎক্ষণিক পুলিশের কোন বক্তব্য পাওয়া যায়নি।
বিষয়: ধাওয়া-পাল্টাধাওয়া
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।