দ্বিতীয় দিনে করোনার টিকা নিলেন ৫৪১ জন
নিউজফ্ল্যাশ৭১ ডেস্ক | প্রকাশিত: ২৯ জানুয়ারী ২০২১, ০৩:১৬
করোনার টিকা কার্যক্রম শুরু হওয়ার দ্বিতীয় দিন বৃহস্পতিবারে (২৮ জানুয়ারি) স্বাস্থ্যকর্মী, রাজনীতিবিদ ও দুই প্রতিমন্ত্রীসহ ৫৪১ জন টিকা গ্রহন করেছেন।
টিকা গ্রহণকারী সকলেই সুস্থ আছেন এবং টিকা পরবর্তী ১০-২০ মিনিটের মধ্যেই তারা স্বাভাবিক কাজকর্মে ফিরে যান বলে নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদফতর কর্তৃপক্ষ। স্বাস্থ্য অধিদফতরের মিডিয়া সেল সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার প্রায় ৭০০ জনকে টিকা প্রদানের প্রস্তুতি ছিল। তবে এদিন ৫৪১ জনকে টিকা প্রদান করা হয়।
এদিকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত বিভিন্ন হাসপাতালে ঘুরে টিকা প্রদান কার্যক্রম পরিদর্শন করেন। এসময় মন্ত্রীর উপস্থিতিতে টিকা গ্রহণ করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. আবদুল মান্নান, বিএসএমইউ-এর উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়াসহ আরও অনেকেই।
টিকা কেন্দ্র পরিদর্শন শেষে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী বলেন, ‘করোনা নিয়ে সব ধরনের গুজব মিথ্যা প্রমাণিত হয়েছে। মানুষ স্বতস্ফুর্তভাবে করোনার টিকা নিতে আগ্রহ দেখাচ্ছেন। টিকা গ্রহীতা কারও এখনও কোনোরকম অসুবিধা হয়নি।
এনএফ৭১/জেএস/২০২১
বিষয়: করোনার টিকা স্বাস্থ্য অধিদফতর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক মো. আবদুল মান্নান বিএসএমইউ
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।