শুধু নির্বাচনের জন্য মানুষ জীবন দেয়নি: সারজিস

রায়হান রাজীব | প্রকাশিত: ৯ নভেম্বর ২০২৪, ২০:০৮

ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা এবং জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম বলেছেন, ‘শুধুমাত্র নির্বাচনের জন্য দুই হাজার মানুষ জীবন দেয়নি। বিগত ১৭ বছরে বিরক্ত হতে হতে দেয়ালে পিঠ ঠেকে গিয়েছিল এই করাপ্টেড সিস্টেমগুলোর জন্য।’

আজ শনিবার দুপুরে সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে আন্দোলনে শহীদ পরিবারের সদস্যদের হাতে আর্থিক অনুদানের চেক বিতরণ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সিলেটের জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ আয়োজনে ফাউন্ডেশনের প্রধান নির্বাহী মীর আহসান স্নিগ্ধ ও সাধারণ সম্পাদক সারজিস আলমের নেতৃত্বে ১৫ সদস্যের একটি প্রতিনিধি দল অংশগ্রহণ করেন। সিলেট বিভাগের বিভিন্ন স্থান থেকে শহীদ পরিবারের সদস্যরা তাতে অংশ নেন।

ফাউন্ডেশনের উদ্যোগে প্রত্যেক পরিবারকে পাঁচ লাখ টাকা করে সহায়তা দেয়া হয়। এছাড়াও দফায় দফায় বাকি শহীদদেরও এই আর্থিক সহযোগিতা দেয়া হবে বলে জানিয়েছেন। অনুষ্ঠানে আন্দোলনে আহতদেরও তালিকাভুক্ত করে সহযোগিতা করা হবে বলে জানিয়েছেন আয়োজকরা।

বক্তব্যে সারজিস আলম বলেন, জুলাই আগস্টে সাড়ে ১৬শ নিহতের তথ্য এসেছে, যাচাই চলছে, যাতে কেউ প্রশ্ন তুলতে না পারে। এছাড়া ২৪ হাজারের মতো আহতের তথ্য এসেছে অংশীজনদের। সব ধরনের যাচাই বাছাই শেষে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।

সকাল থেকেই সিলেটের জেলা প্রশাসক কার্যালয়ে আসতে শুরু করেন শহিদ পরিবারের সদস্যরা। সহায়তা পেয়ে জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশনের কাছে কৃতজ্ঞতা জানান শহিদ পরিবারের সদস্যরা।

জুলাই স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বলেন, আন্দোলনে নিহত পরিবারগুলোর পাশে সব সময় থাকবে ফাউন্ডেশন। পাশাপাশি আহতদেরও পাশে থাকার আশ্বাস দেন তিনি। সিলেটে ১৮ পরিবারের বাইরে বাকি শহিদদের তথ্য হালনাগাদ করে সাহায্য পৌঁছে দেওয়ার আশ্বাস দেয় জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশন।

 

 



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top