প্রবাসী শ্রমিকদের জন্য বিশেষ লাউঞ্জ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা

রায়হান রাজীব | প্রকাশিত: ১১ নভেম্বর ২০২৪, ১৫:১৪

ছবি: সংগৃহীত

অন্তর্র্বতী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূস বলেছেন, প্রবাসীরা দেশ গড়ার কারিগর এবং তাদের প্রতি দেশের মানুষ কৃতজ্ঞ। জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানেও তারা বড় অবদান রেখেছে।

সোমবার সকালে, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসী শ্রমিকদের সেবায় একটি বিশেষ লাউঞ্জের উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।

প্রধান উপদেষ্টা বলেন, এতদিন প্রবাসীদের দেখলে মনে হত তারা অপরাধী। অথচ তাদের রেমিটেন্সের ওপর নির্ভর করে দেশ পরিচালিত হয়। তাই প্রবাসী শ্রমিকদের প্রাপ্য সম্মান দিতেই আজকের এই ছোট্ট প্রয়াস। এই উদ্যোগ ক্রমে ক্রমে আরও বহুভাবে প্রসারিত করা হবে। আগামীতে বিমানবন্দরে যাতে সকল প্রবাসীর প্রাপ্য সম্মান নিশ্চিত হয় সেজন্য বর্তমান সরকার কাজ করবে বলেও জানান প্রধান উপদেষ্টা।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top