জলবায়ু পরিবর্তনের কারণে সভ্যতা হুমকির মুখে: ড. মুহাম্মদ ইউনূস
রায়হান রাজীব | প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২৪, ১৭:৩৫
জলবায়ু পরিবর্তনের কারণে সভ্যতা হুমকির মুখে আছে উল্লেখ করে অন্তর্র্বতী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, টেকসই পৃথিবী গড়ে তুলতে আমাদেরকে ভিন্নধারার সভ্যতা গড়ে তুলতে হবে।
বুধবার (১৩ নভেম্বর) আজারবাইজানের রাজধানী বাকুতে কপ-২৯ সম্মেলনে তিনি এ কথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, আমরা এই গ্রহের মানব বাসিন্দারাই এই গ্রহের ধ্বংসের কারণ। আমরা ইচ্ছাকৃতভাবে এটা করছি। আমরা এমন একটি জীবনধারা বেছে নিয়েছি, যা পরিবেশের বিরুদ্ধে কাজ করে। আর আমরা এটিকে অর্থনৈতিক কাঠামো দিয়ে ন্যায্যতা দেই। আর এই অর্থনৈতিক কাঠামো আমাদের ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।