ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের দীর্ঘ লাইন

ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২০, ১৪:১০

নিজস্ব প্রতিবেদক:

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উন্নয়ন প্রকল্পের সংস্কার কাজ চলমান থাকায় বিভিন্ন স্থানে খানাখন্দের সৃষ্টি হওয়ায় নাটিয়াপাড়া হতে মির্জাপুর পর্যন্ত যানবাহনের ধীরগতি রয়েছে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল থেকেই এই চিত্র দেখা যায়।

দীর্ঘ যানজটের কারণে ৩০ মিনিটের রাস্তা পার হতে সময় লেগে যাচ্ছে এক থেকে দেড় ঘণ্টা। এতে সাধারণ যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। অন্যদিকে এক লেন বন্ধ করে সংস্কার কাজ চলমান রাখায় যানবাহন স্বাভাবিক গতিতে চলাচল করতে পারছেনা।

গোড়াই হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ মোজাফ্ফর হোসেন বলেন, কয়েকদিনের টানা ভারী বর্ষণের কারণে মহাসড়কের বিভিন্ন স্থানে বড় বড় খানাখন্দের সৃষ্টি হওয়ায় যানবাহনের দীর্ঘ লাইন তৈরি হচ্ছে। তবে বেলা বাড়ার সাথে তা স্বাভাবিক হতে শুরু করেছে।

এনএফ৭১/আরআর/২০২০



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top