• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


'ফলাফল নিয়ে বিরূপ মন্তব্য করা যাবে না'

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৩০ জানুয়ারী ২০২১, ১৭:১৬

'ফলাফল নিয়ে বিরূপ মন্তব্য করা যাবে না'

এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এ ফলাফল নিয়ে তিক্ততা সৃষ্টি করা ঠিক না। শিক্ষার্থীরা যাতে হতাশাগ্রস্ত না হয়ে পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে। এ ফলাফল নিয়ে বিরূপ মন্তব্য করা যাবে না।

শনিবার (৩০ জানুয়ারি) আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত অনুষ্ঠানে গণভবন থেকে অনলাইনে সংযুক্ত হয়ে ফলাফল প্রকাশের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল নিয়ে তিক্ততা সৃষ্টি করা ঠিক না। শিক্ষার্থীরা যাতে হতাশাগ্রস্ত না হয়ে পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে। এ ফলাফল নিয়ে বিরূপ মন্তব্য করা যাবে না। এতে তাদের ওপর মানসিক চাপ পড়বে। যারা এটা করছেন তাদের এসব মন্তব্য করা থেকে বিরত থাকার অনুরোধ করছি। সারা বিশ্বে এমন পদক্ষেপ নেওয়া হচ্ছে।

প্রধানমন্ত্রী বলেন, শিক্ষার্থীদের আগের ফলাফল ও শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ মূল্যায়ন করে এবারের এইসএসসির ফলাফল নির্ধারণ করা একটা কঠিন কাজ ছিল। এ জন্য সংশ্লিষ্ট সকলেই ধন্যবাদ পাওয়ার যোগ্য। শিক্ষার্থীদের জীবন থেকে একটা বছর নষ্ট হোক সেটা আমরা চাই না।

তিনি আরও বলেন, আমরা করোনাভাইরাস যথাযথভাবে মোকাবেলা করার চেষ্টা করে যাচ্ছি। সারা বিশ্বেই একই অবস্থা। করোনার নতুন ধরন সংক্রমিত হচ্ছে।

এনএফ৭১/আরএইচ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top