তরুণ প্রজন্মকে দক্ষ করে গড়ে তোলার আহবান প্রধান উপদেষ্টার
Nasir Uddin | প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০২৪, ১১:১৫

প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূস
তরুণ প্রজন্মকে দক্ষ করে গড়ে তুলতে ডিএইটভুক্ত দেশগুলোর নেতাদের আহবান জানিয়েছেন বাংলাদেশের অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূস। মিশরের কায়রোতে ডিএইট সম্মেলনে দেয়া ভাষণে তিনি বলেন, বিশ্ব অভূতপূর্ব সব চ্যালেঞ্জের মুখে। তবে অনেক কিছু করার রয়েছে। বিশেষ করে আর্থিক সুরক্ষা ও সম্পদ তৈরিতে বড় ভূমিকা রাখতে পারে তরুণরা। তাই তাদের সেভাবে গড়ে তোলার আহবান জানান তিনি।
মিশরের রাজধানী কায়রোতে অনুষ্ঠিত হচ্ছে ডি এইট সম্মেলন। সেখানে বৃহস্পতিবার ভাষণ দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
প্রধান উপদেষ্টা বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তাসহ বিভিন্ন উপাদানের কারণে আগামী দিনের উৎপাদন এবং সেবাভিত্তিক অর্থনীতিতে ক্রমশ পরিবর্তন হচ্ছে। তরুণ প্রজন্ম সেই প্রযুক্তিকে দক্ষভাবে কাজে লাগাচ্ছে। এক্ষেত্রে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। ডক্টর ইউনূস জোর দেন তরুণ প্রজন্মকে এগিয়ে নিয়ে যেতে নতুন প্ল্যাটফর্ম তৈরির ব্যাপারে। সেই উদ্যোগকে এগিয়ে নিতে ২০২৫ সালে বহুপক্ষীয় বৈঠক আয়োজনের প্রস্তাবও দেন।
প্রধান উপদেষ্টা বলেন, তরুণ প্রজন্মকে ভবিষ্যৎ কর্মক্ষেত্রের জন্য গড়ে তুলতে হবে। বিভিন্ন কর্মক্ষেত্রে মিলিয়ন মিলিয়ন তরুণকে ধারাবাহিকভাবে নতুন দক্ষতা অর্জনের সুযোগ দিতে হবে।
এর আগে, দিনের শুরুতে ডি এইট সম্মেলনের সাইড লাইন বৈঠকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন প্রধান উপদেষ্টা। এসময় দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে একমত হয় বাংলাদেশ-পাকিস্তান।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।