হাসান আরিফের জানাজা সম্পন্ন, সোমবার দাফন
Nasir Uddin | প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০২৪, ১৫:০১
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এ এফ হাসান আরিফের তৃতীয় জানাজা সম্পন্ন হয়েছে। আগামী সোমবার রাজধানীর বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
তার পারিবারিক সূত্রে জানা গেছে আপাতত হাসপাতালের হিমঘরে রাখা হবে মরদেহ। ২৩ ডিসেম্বর (সোমবার) মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হবে। তবে সময় এখনও নির্ধারিত না।
শনিবার (২১ ডিসেম্বর) বেলা ১২টায় সচিবালয় প্রাঙ্গণে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা, সচিবসহ বিভিন্ন কর্মকর্তারা। জানাজা শেষে তার মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তারা।
এর আগে সকাল ১১টায় উপদেষ্টার কর্মক্ষেত্র সুপ্রিম কোর্টে জানাজা অনুষ্ঠিত হয়। এর আগে উপদেষ্টা হাসান আরিফের প্রথম নামাজে জানাজা শুক্রবার বাদ এশা ধানমন্ডি ৭ নম্বর জামে মসজিদে অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, গতকাল শুক্রবার (২০ ডিসেম্বর) বিকেলে উপদেষ্টা হাসান আরিফ মারা যান। হৃদরোগে আক্রান্ত হলে এই দিন বিকেল ৩টার সময় তাকে ল্যাব এইড হাসপাতালে নেওয়া হয়। বিকেল ৩টা ৩৫ মিনিটে চিকিৎসকরা হাসান আরিফকে মৃত ঘোষণা করেন।
গত ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নেন এ এফ হাসান আরিফ। তখন তাকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়। পরে তাকে ভূমি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।