‘নির্বাচনে অংশগ্রহণে খালেদা জিয়ার আইনগত বাধা নেই’

Nasir Uddin | প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০২৪, ১৬:২৯

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া

আগামী জাতীয় নির্বাচনে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার অংশগ্রহণে কোনো আইনগত বাধা নেই বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। শুক্রবার (২৭ ডিসেম্বর) রাজধানীর এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে ছায়া সংসদে একথা জানান অ্যাটর্নি জেনারেল।

এসময় তিনি বলেন, তিনি বলেন, ‘দণ্ডপ্রাপ্ত হলে শেখ হাসিনাসহ দলটির নেতারা আগামী জাতীয় নির্বাচনের অংশ নিতে পারবেন না। আপাতত সকল মামলার নিষ্পত্তি হওয়ায় খালেদা জিয়া এবং তারেক রহমানের পরবর্তী নির্বাচনে অংশগ্রহণে কোনো আইনি বাধা নেই।

আসাদুজ্জামান বলেন, যদি কোনো নেতা দণ্ডপ্রাপ্ত হন, তবে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের নেতারা আগামী জাতীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না। তিনি আরও বলেন, কোনো ষড়যন্ত্রের কারণে জুলাই বিপ্লব ব্যর্থ হতে পারে না, এবং ষড়যন্ত্রকারীরা যত শক্তিশালীই হোক না কেন, এই বিপ্লব মুছে ফেলা যাবে না।

সাবেক প্রধান বিচারপতির বিষয়ে অ্যাটর্নি জেনারেল অভিযোগ করেন, বিচারের নামে অবিচার করেছেন তিনি। যারা অবিচার ও অন্যায় করে বিচার বিভাগকে ধ্বংস করেছেন, তাদের সকলের বিচার হওয়া উচিত বলে মন্তব্য করেন মো. আসাদুজ্জামান।

মো. আসাদুজ্জামান বলেন, ‘অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের জন্য আওয়ামী লীগের অংশগ্রহণ মূখ্য নয়। জুলাই হত্যাকাণ্ডের দায়ে দণ্ডিত হলে শেখ হাসিনাসহ আওয়ামী লীগের অনেক নেতাই নির্বাচনে অযোগ্য হবেন। শেখ হাসিনার নির্মম পরিণামের পরে তার পাশে দলের কেউ দাঁড়াতে সাহস পাচ্ছে না। যারা নির্বাচন ব্যবস্থাকে ধংস করেছিল, সংবিধান কেটে-ছিঁড়ে মানুষের অধিকারকে ভূলুণ্ঠিত করেছে, তারা ইতিহাসের খলনায়ক হিসেবে চিহ্নিত হয়েছে, ইতিহাসের আস্তাকুড়ে নিক্ষিপ্ত হয়ে তারা বিচারের মাধ্যমে কারাগারে যাবে।’

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top