একাত্তরে আপনাদের ভূমিকা কী ছিল: জামায়াতকে রিজভী
Nasir Uddin | প্রকাশিত: ২ জানুয়ারী ২০২৫, ১৮:১৪
সাম্প্রতিক সময়ে জামায়াত ইসলামীর নেতাদের বক্তব্যের প্রতি প্রতিক্রিয়া জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি প্রশ্ন তুলেছেন, ‘‘একাত্তরে আপনাদের (জামায়াতের) ভূমিকা কি ছিল? কোন সেক্টরে যুদ্ধ করেছেন? আপনারাই একমাত্র দেশপ্রেমিক?’’
বৃহস্পতিবার (২ জুলাই) বেলা ১২টায় সিলেটের দক্ষিণ সুরমায়, যুব এশিয়া কাপ জয়ী ক্রিকেটার ইকবাল হোসেন ইমনের পরিবারকে বিএনপি পরিবার থেকে শুভেচ্ছা উপহার প্রদান করার সময় রিজভী এই মন্তব্য করেন।
রুহুল কবির রিজভী বলেন, আমরা ভয়ংকর নির্যাতনকে মেনে নিয়ে বুলেটের সামনে দাঁড়িয়ে গণতন্ত্রকে পুনরুদ্ধার করার জন্য রাজপথে লড়াই করেছি। তারপরও আমরা পিছপা হইনি। সাড়ে ১৫ বছর নির্যাতন নিপীড়ন সহ্য করে আন্দোলন করার ফলে জুলাই বিপ্লবে হাসিনার পতন হয়েছে। আমাদের নেত্রীকে কারাগারে নিয়ে নির্যাতন করা হয়েছে। সাড়ে ১৫ বছর গণতান্ত্রিক আন্দোলনের ফলেই জুলাই বিপ্লবে ফ্যাসিবাদের পতন হয়েছে।
ইলিয়াস আলী প্রসঙ্গে তিনি বলেন, দেশের পক্ষে অবস্থান নিয়ে টিপাইমুখ অভিমুখে লংমার্চ করার কারণে হাসিনা তাকে নিরুদ্দেশ করে দিয়েছে। জুলাই-আগস্ট হত্যাকান্ডের বিচার এক বছরের মধ্য হবে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এম ইলিয়াস আলীকে যারা গুম করেছে তাদের বিচার কি হবে না? যারা বিগত সাড়ে ১৫ বছরে গণতান্ত্রিক আন্দোলন চলাকালে মানুষকে হত্যা করেছে তাদের বিচার কি হবে না?
স্বাধীনতার ঘোষক শহিদ জিয়াউর রহমান উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, “স্বাধীনতার ঘোষণা দিয়েই কেবল ক্ষান্ত হননি জিয়াউর রহমান, লড়াই করেছেন। পাকিস্তানি কর্নেল জাঞ্জুয়াকে হত্যাও করেছেন। সেখানে যুদ্ধ হয়েছে। সে যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন মেজর জিয়া।”
৭১ পূর্ববর্তী স্বাধিকার আন্দোলনে বঙ্গবন্ধুর ভূমিকা ছিল উল্লেখ করে রিজভী বলেন, “শেখ মুজিবুর রহমান স্বাধিকার আন্দোলন করেছেন। কিন্তু স্বাধীনতার জন্য বিশেষ কোনো ঘোষণা বা বিশেষ প্রস্তুতির কথা তিনি বলেননি। সেই আহ্বানও তার নাই। জোর করে বিভিন্ন সময় আওয়ামী লীগ এসব প্রচার করেছে। প্রকৃত ইতিহাস হচ্ছে যুদ্ধের ঘোষণা দিয়েছেন জিয়াউর রহমান।”
পাঠ্যপুস্তক সম্পর্কে রিজভী বলেন, “কয়েকজন জাতীয় নেতৃবৃন্দের নামে পাঠ্যবইয়ে অধ্যায় করা হয়েছে। কিন্তু স্বাধীনতা থেকে মুক্তিযুদ্ধ পর্যন্ত একটি অধ্যায় রাখলে ভালো হতো। পাঠ্যপুস্তকে মুক্তিযুদ্ধের অধ্যায় রাখলে তা পূর্ণতা পেত।”
বিষয়: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।