শাহবাগে সড়ক অবরোধ করলো গণঅভ্যুত্থানে আহতরা
Nasir Uddin | প্রকাশিত: ২ জানুয়ারী ২০২৫, ২০:৩৫
বিএসএমএমইউতে চিকিৎসাধীন গণঅভ্যুত্থানে আহতরা উন্নত চিকিৎসার দাবিতে শাহবাগে সড়ক অবরোধ করে আন্দোলনে নেমেছেন। তাদের দাবি, হাসপাতালে তারা উন্নত চিকিৎসা পাচ্ছেন না, এজন্য তারা সড়কে নেমেছেন। বৃহস্পতিবার (২ জানুয়ারি) সন্ধ্যা পৌনে ৭টায় হাসপাতালের সামনে শাহবাগ থেকে ফার্মগেটমুখী সড়ক অবরোধ করেন তারা।
আহত চিকিৎসাধীন ব্যক্তিদের অভিযোগ, হাসপাতালে তাঁদের চিকিৎসায় অবহেলা করা হচ্ছে এবং তাঁদের প্রতি অমানবিক আচরণ করা হচ্ছে। এসময় তারা হাসপাতাল পরিচালকের পদত্যাগ দাবি করেন।
ফলে সড়কের এক পাশে যানচলাচল বন্ধ রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত পরিস্থিতি সামাল দিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম ঘটনাস্থলে পৌঁছেছেন।
এসময় আহতদের পক্ষ থেকে সারজিস আলমের কাছে চিকিৎসা অবহেলা, অপর্যাপ্ত খাবার এবং চিকিৎসকদের দুর্ব্যবহারের অভিযোগ তোলা হয়।
তাদের দাবি, গণঅভ্যুত্থানের মতো ঐতিহাসিক ঘটনার অংশীদার হয়েও তাঁরা উপযুক্ত চিকিৎসা ও সেবা পাচ্ছেন না।
একপর্যায়ে সারজিস আলম হাসপাতালের ভেতরে গিয়ে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা শুরু করেন।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।