শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১

৪৩তম বিসিএস: ফৌজদারি-রাষ্ট্রবিরোধী অপরাধ ছাড়া সবাইকে নিয়োগ

Nasir Uddin | প্রকাশিত: ৯ জানুয়ারী ২০২৫, ১৫:১৩

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেসুর রহমান

৪৩তম বিসিএস থেকে বাদ পড়া ২২৭ জনের মধ্যে বেশিরভাগই পুনরায় চাকরিতে যোগ দিতে পারবেন বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেসুর রহমান। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুরে ৪৩তম বিসিএস থেকে বাদ পড়াদের সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান তিনি।

সচিব বলেন, ৪৩তম বিসিএস থেকে বাদ পড়া ২২৭ জনের পুনরায় তদন্ত হয়েছে। ফৌজদারি অপরাধে জড়িত ছাড়া বাকিরা সবাই নিয়োগ পাবে।

তিনি বলেন, ফৌজদারি বা রাষ্ট্র বিরোধী অপরাধ বা স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কৃত হয়েছিল; অথবা এমন কোনো ধরনের অপরাধ সে করেছে যেটা সামনে এসেছে। এরা ছাড়া আমি মনে করি বাকিদের নিয়োগ প্রাপ্তি শুধু একটা প্রক্রিয়ার ব্যাপার। তারা পেয়ে যাবে।

তিনি বলেন, এটার (বিসিএস) সঙ্গে রুটি-রুজি, কেউ হয়তো বিয়ে করবে, বাবা-মায়ের ইচ্ছা, দীর্ঘ দিনের লালিত স্বপ্ন। পুরো প্রশাসন তড়িৎ গতিতে শেষ করবো। তদন্ত শেষ। যত অল্প সময়ে সম্ভব। দুই-তিন দিনের মধ্যে জানতে পারবেন। সার-সংক্ষেপ প্রধান উপদেষ্টা এবং রাষ্ট্রপতির কাছে যাবে।

সিনিয়র সচিব বলেন, এদের বিরুদ্ধে বিভিন্ন সংস্থা বা তদন্তযোগ্য অপরাধ করা হবে, যারা ঢুকবে তারা হবে নিষ্কণ্ঠক। এটা চাকরির একটা অংশ।

আগামী ১৫ জানুয়ারি ৪৩ বিসিএসের গেজেটপ্রাপ্তরা চাকরিতে যোগ দেবেন বলেও জানান তিনি।

মহার্ঘ্য ভাতা প্রসঙ্গে মো. মোখলেসুর রহমান বলেন, দ্রুতই সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের মহার্ঘ্য ভাতা দেওয়া হবে। এবার পেনশনাররাও মহার্ঘ্য ভাতা পাবেন। ভাতার হার নিয়ে অর্থ মন্ত্রণালয় সিদ্ধান্ত নেবে।

এই ভাতা আগামী বাজেটের আগেই দেওয়া হবে বলে জানান জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top